পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শবরীমালা রেলপ্রকল্পের অর্ধেক খরচ বহন করবে কেরালা সরকার - কেরালা সরকার

এই রেল প্রকল্পটির জন্য মোট 2815.62 কোটি টাকা খরচ হবে। এই খরচের অর্ধেক এবার কেরালা সরকার বহন করবে। আঙ্গামালয় থেকে এরুমেলয় হয়ে শবরীমালায় পৌঁছাবে এই রেললাইন। এই প্রকল্পটি পরিকল্পনা করা হয়েছে শবরীমালা মন্দিরে আয়াপ্পার দর্শনে আসা পুণ্যার্থীদের কথা মাথায় রেখে।

sabari-rail-project-kerala-to-bear-half-the-cost-railway-to-carry-out-the-operations-and-maintenance
শবরীমালা রেলপ্রকল্পের অর্ধেক খরচ বহন করবে কেরালা সরকার

By

Published : Jan 7, 2021, 5:42 PM IST

তিরুবনন্তপুরম(কেরালা), 7 জানুয়ারি: নতুন আশার আলো দেখল শবরীমালা রেল প্রকল্প। আঙ্গামালয় থেকে আয়াপ্পান তীর্থ পর্যন্ত রেল লাইনের অর্ধেক খরচের ভার নিজেদের উপর নিল কেরালা সরকার। যার ফলে বন্ধ হয়ে পড়ে থাকা কেরালার স্বপ্নের রেল প্রকল্প নতুন করে শুরু হতে চলেছে। এদিন কেরালা সরকারের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতীয় রেল যে খরচ শবরীমালা রেল প্রকল্পটির জন্য নির্ধারণ করেছে তার 50 শতাংশ দেবে কেরালা সরকার।

এই রেল প্রকল্পটির জন্য মোট 2815.62 কোটি টাকা খরচ হবে। এই খরচের অর্ধেক এবার কেরালা সরকার বহন করবে। আঙ্গামালয় থেকে এরুমেলয় হয়ে শবরীমালায় পৌঁছাবে এই রেললাইন। এই প্রকল্পটি পরিকল্পনা করা হয়েছে শবরীমালা মন্দিরে আয়াপ্পার দর্শনে আসা পুণ্যার্থীদের কথা মাথায় রেখে। পাশাপাশি এই রেল প্রকল্প সম্পন্ন হলে কেরালার দক্ষিণ-পূর্বের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে।

1997-98 সালের রেল বাজেটে 517কোটি টাকা খরচ করে শবরীমালা রেলপ্রকল্পের ঘোষণা করা হয়। তবে, সেই ঘোষণার পর দুই দশক পেরিয়ে গেলেও কোনও সরকারই এনিয়ে উচ্চবাচ্য করেনি। এবার রেলের তরফে শবরীমালা রেলপ্রকল্প সম্পূর্ণ করতে 2815 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। তবে এর পুরো খরচ রাজ্যের উপরেই চাপিয়ে দিয়েছিল রেলমন্ত্রক। পরে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে খরচের পরিমাণ অর্ধেক ভাগাভাগি করে নেন। তবে, শবরীমালা রেলপ্রকল্প সম্পূর্ণ করতে প্রথম অর্ধেক টাকা কেরালা সরকারকেই দিতে হবে। পরবর্তী অর্ধেক খরচ করবে রেলমন্ত্রক।

ABOUT THE AUTHOR

...view details