পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Saayoni Ghosh Gets bail : জামিন পেলেন সায়নী ঘোষ - Saayoni Ghosh Gets bail

খুনের চেষ্টার অভিযোগে রবিবার তাঁকে গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ ৷ সায়নীকে অন্যায় ভাবে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে আর আগেই সরব হয়েছিল তৃণমূল নেতৃত্ব ৷

Saayoni Ghosh Gets bail
জামিন পেলেন সায়নী ঘোষ

By

Published : Nov 22, 2021, 6:18 PM IST

Updated : Nov 22, 2021, 6:51 PM IST

আগরতলা, 22 নভেম্বর : আগরতলার আদালত থেকে জামিন (Bail) পেলেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) ৷ খুনের চেষ্টার অভিযোগে রবিবার তাঁকে গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ (Tripura Police) ৷ আদালত চত্বর থেকে বেরিয়ে সংবাদমাধ্য়মে সায়নী বলেন, "আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে ৷ আমাদের লড়াই চলবে। এভাবে তা দমানো যাবে না ৷ রবিবার থানার মধ্যে আমাদের উপর দু'বার হামলা হয় ৷ রাতে পুলিশ বাধ্য হয় আমায় সরিয়ে নিয়ে যেতে ৷ মানুষ এর বিচার করবে ৷ শুধু আগরতলা নয়, বিজেপি রাজ্যে মহিলারা সুরক্ষিত নন ৷ "

সোমবার বিকেল পৌনে 5টা নাগাদ আগরতলা আদালতে তোলা হয় সায়নীকে ৷ পুলিশ তাঁর 2 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় আদালতে ৷ কিন্তু শুনানির পর এদিন সায়নীর জামিন মঞ্জুর করেন বিচারক ৷ এদিম জামিন পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় সায়নি বলেন, "আমার বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছিল তা প্রমাণিত ৷ এভাবে আমাদের দমানো যাবে না, আমাদের লড়াই চলবে ৷"

আরও পড়ুন : TMC delegation meets Amit Shah : ত্রিপুরায় হিংসা বন্ধের আশ্বাস দিয়েছেন শাহ , দাবি তৃণমূলের

এদিন শুনানির সময় আদালতে হাজির ছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, সুস্মিতা দেবের মতো তৃণমূল নেতারা ৷ সায়নীকে অন্যায় ভাবে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে আর আগেই সরব হয়েছিল তৃণমূল নেতৃত্ব ৷ ত্রিপুরায় দলীয় নেতা-কর্মীদের উপর আক্রমণ ও সায়নী ঘোষকে গ্রেফতারির প্রতিবাদে এদিন দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের সামনে ধরনায় বসেছিলেন তৃণমূল সাংসদরা ৷ ঘটনার নিন্দা করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও ৷

Last Updated : Nov 22, 2021, 6:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details