নয়া দিল্লি, 22 সেপ্টেম্বর : বাতিল হল সার্ক গোষ্ঠীর (South Asian Association for Regional Cooperation) সম্মেলন ৷ শনিবার 25 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের (Foreign Minister) বৈঠক হওয়ার কথা ছিল ৷
সূত্রে জানা গিয়েছে, এই সার্ক সম্মেলনে আফগানিস্তানের তরফে তালিবান প্রতিনিধিত্ব করুক, এই প্রস্তাব জানিয়েছিল পাকিস্তান ৷ ভারত-সহ আরও কয়েকটি সদস্য দেশ এর বিরোধিতা করেছে ৷ আর তাই বাতিল হয়ে গেল বৈঠক ৷ এবার এই বৈঠকের আমন্ত্রক দেশ ছিল নেপাল ৷ রাষ্ট্রসঙ্ঘের জেনারেল অ্যাসেম্বলি-র পাশাপাশি বার্ষিক এই বৈঠক হয় ৷
এখনও পর্যন্ত তালিবানকে ভারত স্বীকৃতি দেয়নি ৷ এমনকি বিশ্বও কাবুলের নতুন সরকারকে গ্রহণ করেনি ৷ বরং তালিবান সরকারের বহু মন্ত্রীর নাম রাষ্ট্রসঙ্ঘের নিষিদ্ধ তালিকাভুক্ত ৷ বর্তমানে আফগানিস্তানে তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি (Amir Khan Muttaqi) ৷ তিনি রাষ্ট্রসঙ্ঘের বা রাষ্ট্রসঙ্ঘ অনুমোদিত যে কোনও বৈঠকে অংশগ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন ৷