নয়াদিল্লি, 1 মার্চ:ভারতে বিবিসির একাধিক দফতরে আয়কর বিভাগের 'সমীক্ষা' (IT Survey at BBC Offices in India) নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বুধবার সরাসরি আলোচনায় বসলেন ব্রিটেনের বিদেশ সচিব জেমস ক্লেভারলি (S Jaishankar meets James Cleverly) ৷ বিষয়টি নিয়ে শুধুমাত্র ব্রিটেন নয়, সংশ্লিষ্ট সমস্ত দেশের সামনেই দৃঢ়ভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি ৷ কেন্দ্রের বক্তব্য, যেসমস্ত বিদেশি সংস্থা ভারতে ব্যবসা করছে, তাদের সকলকেই ভারতের আইন মেনে চলতে হবে ৷ প্রসঙ্গত, জি-20 সম্মেলনের বৈঠকে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে ভারতে রয়েছেন ব্রিটিশ বিদেশ সচিব ৷ সেই কর্মসূচির ফাঁকেই জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ৷
সূত্রের দাবি, এদিনের এই বৈঠকে অত্যন্ত কঠোরভাবেই বিবিসি ইস্যুতে ব্রিটেনকে জবাব দিয়েছে ভারত ৷ প্রসঙ্গত, সম্প্রতি 2002 সালের গুজরাত দাঙ্গা নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করে বিবিসি ৷ তাতে নরেন্দ্র মোদির ভূমিকা নিয়েও নানা তথ্য তুলে ধরা হয়েছে বলে দাবি করা হচ্ছে ৷ বিবিসির এই উদ্যোগে একেবারেই খুশি হয়নি ভারত সরকার ৷ উপরন্তু, এই ঘটনার পরই ভারতে বিবিসির বিভিন্ন দফতরে আয়কর অভিযান চালানো হয় ৷ যদিও আয়কর বিভাগের দাবি, এগুলি কোনও অভিযান নয়, 'সমীক্ষা' ! বুধবার সেই 'সমীক্ষা' নিয়ে দুই দেশের শীর্ষস্থানীয় দুই প্রতিনিধির মধ্যে আলোচনা হয় ৷ এর পাশাপাশি, এদিনের বৈঠকে যুব সম্প্রদায়ের কর্মসংস্থান নিয়েও কথা হয় ৷ আলোচনা হয় আরও অনেক আন্তর্জাতিক ইস্যু নিয়েও ৷