পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

S Jaishankar on China: 'বিশ্ব দেখেছে ভারত কীভাবে চিনের হামলার জবাব দিয়েছে', দাবি জয়শঙ্করের

লাই অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের (Line of Actual Control) স্থিতবস্থা নষ্ট করার অভিযোগে চিনকে কড়া আক্রমণ করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (EAM S Jaishankar) ৷ এমনকী ভারতীয় সেনার তরফে রেড আর্মিকে দেওয়া পালটা জবাবের প্রশংসাও করেন তিনি ৷

By

Published : Jan 15, 2023, 10:26 AM IST

Updated : Jan 15, 2023, 2:12 PM IST

S Jaishankar on China ETV BHARAT
S Jaishankar on China

চেন্নাই, 15 জানুয়ারি:দেশের উত্তর সীমান্তে অস্থির পরিস্থিতি তৈরি করা নিয়ে ফের একবার চিনকে নিশানা বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের ৷ শনিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে বিদেশ মন্ত্রী জানান, চিনকে প্রতিবার ভারত সম্পূর্ণ শক্তি এবং দৃঢ়তার সঙ্গে জবাব দিয়েছে (India Give Strong and Firm Counter-Response to China) ৷ উল্লেখ্য 2020 সালের মে মাসে করোনা অতিমারির মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের (Line of Actual Control) স্থিতাবস্থা বদলের চেষ্টা করেছিল চিন ৷ এমনকী গত ডিসেম্বর মাসেও অরুণাচল প্রদেশে তাওয়াং সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করে রেড আর্মি ৷

শনিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমাদের মধ্যে হওয়া চুক্তিকে লঙ্ঘন করে, উত্তর সীমান্তে চিন বিশাল সংখ্যায় সেনা মোতায়েনের মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তন করতে চাইছে ৷ এমনকি সকলের মনে থাকবে 2020 সালের মে মাসে করোনার সময়েও একই ঘটনা ঘটেছিল ৷ সম্পূর্ণ শক্তি ও দৃঢ়তার সঙ্গে আমরা তার জবাবও দিয়েছি ৷" পাশাপাশি, দূর্গম পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার মধ্যে ভারতীয় সেনা যে সাহসিকতার সঙ্গে সীমান্ত রক্ষা করছে, তারও প্রশংসা করেন বিদেশ মন্ত্রী ৷

তিনি বলেন, "হাজার হাজার সেনা জওয়ান দূর্গম ভূখণ্ডে এবং কঠিন আবহাওয়ার মধ্যে আমাদের সীমান্ত রক্ষা করে চলেছেন ৷" এমনকী বিশ্বের কাছে ভারতের গুরুত্ব যে বর্তমানে অনেকটাই, সেটাও উল্লেখ করেন এস জয়শঙ্কর ৷ তাঁর কথায়, "বিশ্ব দেখেছে ভারত কীভাবে চিনের হামলার জবাব দিয়েছে ৷ তারা জানে ভারত এমন একটা দেশ, যারা ভয়ে গুটিয়ে থাকবে না এবং জাতীয় সুরক্ষার স্বার্থে সবরকম পদক্ষেপ নিতে প্রস্তুত ৷"

আরও পড়ুন:মিজোরামের গ্রামে মায়ানমারের বিমানহানা ! আতঙ্কিত বাসিন্দারা

গতকালের ওই অনুষ্ঠানে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ভারতের ভূ-রাজনৈতিক গুরুত্ব এবং ভৌগলিক কৌশল সংক্রান্ত অবস্থানের উপরও জোর দেন ৷ তিনি জানান, ভারতের ভৌগলিক গঠন তার ইতিহাসের সঙ্গে প্রাসঙ্গিকতা বজায় রেখে তৈরি হয়েছে ৷ ভারতীয় উপদ্বীপের নামকরণে একটি মহাসাগরের অস্তিত্ব রয়েছে ৷ এমনকী একটি মহাদেশীয় মাত্রাও এর সঙ্গে যুক্ত হয়েছে ৷ আর বর্তমানে ভারত মহাসাগরকে কেন্দ্র করে বৃহত্তর ভূ-রাজনৈতিক গুরুত্ব বেড়েছে বলে উল্লেখ করেছেন জয় শঙ্কর ৷

Last Updated : Jan 15, 2023, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details