পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

S Jaishankar: শ্রীলঙ্কায় সঙ্কট বাড়লেও ভারতের সামনে উদ্বাস্তু সমস্যা এখনও তৈরি হয়নি, দাবি বিদেশমন্ত্রীর

শ্রীলঙ্কায় ক্রমশ আরও জটিল হচ্ছে পরিস্থিতি (Sri Lanka Crisis) ৷ তবুও এখনও পর্যন্ত ভারতের সামনে উদ্বাস্তু সংক্রান্ত (Refugee Problem) কোনও সমস্য়া তৈরি হয়নি বলেই দাবি করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ৷

S Jaishankar Comments on Refugee Problem amid ongoing Sri Lanka Crisis
S Jaishankar: শ্রীলঙ্কায় সঙ্কট বাড়লেও উদ্বাস্তু সমস্যা এখনও তৈরি হয়নি, দাবি বিদেশমন্ত্রীর

By

Published : Jul 10, 2022, 7:53 PM IST

তিরুবনন্তপুরম, 10 জুলাই:পড়শি শ্রীলঙ্কায় এখন ভয়াবহ পরিস্থিতি (Sri Lanka Crisis) ৷ অর্থসঙ্কটে কাবু ছোট্ট এই দ্বীপরাষ্ট্র ৷ বিপাকে আমজনতা ৷ তাহলে কি এবার প্রাণে বাঁচতে ভারতে এসে আশ্রয় নেবেন শ্রীলঙ্কার মানুষ ? সেক্ষেত্রে উদ্বাস্তু সমস্যার (Refugee Problem) মুখে পড়তে হবে না তো ভারতকে ? এমন প্রশ্নের মুখে দেশবাসীকে আশ্বস্ত করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ৷ রবিবার তিনি বলেন, শ্রীলঙ্কার পরিস্থিতির জেরে এখনও পর্যন্ত ভারতে উদ্বাস্তু সমস্যা তৈরি হওয়ার মতো কোনও সম্ভাবনা দেখা যায়নি ৷ একইসঙ্গে, তিনি জানিয়েছেন, প্রতিবেশীর এই দুঃসময় যতটা সম্ভব কলম্বোর পাশে থাকারই চেষ্টা করবে নয়াদিল্লি ৷

প্রসঙ্গত, তিনদিনের সফরে রবিবার কেরল পৌঁছেছেন জয়শঙ্কর ৷ তিরুবনন্তপুরমের বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁদের নানা প্রশ্নের জবাব দেন তিনি ৷ বিদেশমন্ত্রী বলেন, "ওঁরা (শ্রীলঙ্কা সরকার) নিজেদের সমস্যা মেটাতে ব্যস্ত রয়েছেন ৷ কাজেই ওঁরা কী করেন, আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে ৷ তবে, এখনও পর্যন্ত ভারতের সামনে উদ্বাস্তু সংক্রান্ত কোনও সমস্য়া তৈরি হয়নি ৷"

আরও পড়ুন:Sri Lanka Crisis: পলাতক গোতাবায়ার বাসভবন থেকে উদ্ধার রাশি রাশি নগদ !

তাঁর কেরল সফরের কারণ নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর জানান, এর পিছনে একাধিক কারণ রয়েছে ৷ তাঁর দলীয় সহকর্মীরা কেমন আছেন, তাঁরা কী ভাবনা, চিন্তা করছেন, সেসব জানতেই তাঁদের সঙ্গে সময় কাটাতে চান জয়শঙ্কর ৷ আর সেটা তাঁর এবারের সফরের অন্যতম কারণ বলে দাবি করেছেন মোদি মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য ৷

প্রসঙ্গত, দেশের বহু রাজ্যে ইতিমধ্যেই সরকার গঠন করলেও দক্ষিণ ভারতে এখনও পর্যন্ত একচেটিয়া আধিপত্য কায়েম করতে পারেনি বিজেপি ৷ তাই চব্বিশের লোকসভা ভোটের আগে দক্ষিণ ভারতের রাজনীতিতে জমি আরও পোক্ত করতে চাইছে গেরুয়া শিবির ৷ সম্প্রতি রাজ্যসভায় যে চারজনকে প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে, তাঁরা সকলেই দক্ষিণ ভারতের কৃতী সন্তান ৷ এর পিছনেও ভোটের রাজনীতি দেখছে ওয়াকিবহাল মহল ৷ জয়শঙ্করও আদতে কেরলে জল মাপতেই এসেছেন বলে মত তাঁদের ৷

যদিও এই বিষয়ে মন্ত্রীর নিজের বক্তব্য হল, গোটা দেশেই বিজেপি খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে ৷ কোথাও এর কোনও ব্যতিক্রম নেই ৷ কিন্তু, তবুও তাঁদের দল আরও ভালো কাজ করতে চাইছে বলে জানিয়েছেন জয়শঙ্কর ৷ তাতে আগামী দিনে দলের ভালো ফলের সম্ভাবনা আরও বাড়বে বলেই মনে করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details