তিরুবনন্তপুরম, 10 জুলাই:পড়শি শ্রীলঙ্কায় এখন ভয়াবহ পরিস্থিতি (Sri Lanka Crisis) ৷ অর্থসঙ্কটে কাবু ছোট্ট এই দ্বীপরাষ্ট্র ৷ বিপাকে আমজনতা ৷ তাহলে কি এবার প্রাণে বাঁচতে ভারতে এসে আশ্রয় নেবেন শ্রীলঙ্কার মানুষ ? সেক্ষেত্রে উদ্বাস্তু সমস্যার (Refugee Problem) মুখে পড়তে হবে না তো ভারতকে ? এমন প্রশ্নের মুখে দেশবাসীকে আশ্বস্ত করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ৷ রবিবার তিনি বলেন, শ্রীলঙ্কার পরিস্থিতির জেরে এখনও পর্যন্ত ভারতে উদ্বাস্তু সমস্যা তৈরি হওয়ার মতো কোনও সম্ভাবনা দেখা যায়নি ৷ একইসঙ্গে, তিনি জানিয়েছেন, প্রতিবেশীর এই দুঃসময় যতটা সম্ভব কলম্বোর পাশে থাকারই চেষ্টা করবে নয়াদিল্লি ৷
প্রসঙ্গত, তিনদিনের সফরে রবিবার কেরল পৌঁছেছেন জয়শঙ্কর ৷ তিরুবনন্তপুরমের বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁদের নানা প্রশ্নের জবাব দেন তিনি ৷ বিদেশমন্ত্রী বলেন, "ওঁরা (শ্রীলঙ্কা সরকার) নিজেদের সমস্যা মেটাতে ব্যস্ত রয়েছেন ৷ কাজেই ওঁরা কী করেন, আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে ৷ তবে, এখনও পর্যন্ত ভারতের সামনে উদ্বাস্তু সংক্রান্ত কোনও সমস্য়া তৈরি হয়নি ৷"
আরও পড়ুন:Sri Lanka Crisis: পলাতক গোতাবায়ার বাসভবন থেকে উদ্ধার রাশি রাশি নগদ !