নয়াদিল্লি, 6 ডিসেম্বর : 21তম ইন্দো-রাশিয়া বার্ষিক সম্মেলনে (21st Indo Russia annual summit) যোগ দিতে আজ ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ সোমবার সন্ধ্যায় তিনি দিল্লি পৌঁছবেন (Vladimir Putin will arrive in New Delhi) ৷ সম্মেলনে চলাকালীন দুই দেশের শীর্ষ নেতৃত্ব দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত এবং এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল ঠিক করবে ৷ পাশাপাশি এই বৈঠকে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হবে বলে বিদেশমন্ত্রক সূত্রে খবর (Dialogue between Indo-Russian External Affairs) ৷ সেই সঙ্গে দুই দেশের মধ্যে প্রায় 10টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর (India and Russia sign 10 bilateral agreements) করা হবে বলে জানা গিয়েছে ৷ যার মধ্যে যোগাযোগ ব্যবস্থা, শিপিং, মহাকাশ গবেষণা, সেনার প্রযুক্তিগত সহায়তা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং সংস্কৃতির মত বিষয়গুলি রয়েছে ৷
জানা যাচ্ছে ভ্লাদিমির পুতিনের এই সফরে ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভবনা রয়েছে ৷ যেখানে রাশিয়ার থেকে 7.5 লক্ষ একে-203 কেনার জন্য চুক্তি স্বাক্ষর করবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক ৷ প্রসঙ্গত, গত শনিবারই উত্তরপ্রদেশে একে-203 রাইফেলের কারখানা তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র ৷ যেখানে ভারত এবং রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড যৌথভাবে এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তৈরি করবে ৷