পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাশিয়ার সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা আরও দৃঢ় করবে ভারত

ভারত ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে জরুরি বৈঠক ৷ মঙ্গলবার দিল্লিতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দু’দেশের বিদেশ মন্ত্রীরা ৷ বৈঠকে স্থির হয়েছে, ভারত-রুশ সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা আরও দৃঢ় করা হবে ৷

By

Published : Apr 6, 2021, 9:20 PM IST

Russia, India Non-Committal On S-400 Missile System Delivery
রাশিয়ার সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা আরও দৃঢ় করবে ভারত

নয়াদিল্লি, 6 এপ্রিল : পুরনো সমস্যা ভুলে নতুন করে ভারত-রুশ সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা আরও দৃঢ় করার পক্ষে সওয়াল করলেন দুই দেশের কূটনীতিকরা ৷ মঙ্গলবার দিল্লিতে একটি জরুরি বৈঠক করেন ভারত ও রাশিয়ার শীর্ষ স্থানীয় কূটনৈতিক প্রতিনিধিরা ৷ কিন্তু সেখানে বিতর্কিত এস-400 অস্ত্রের সরবরাহ নিয়ে কোনও কথা হয়নি ৷ প্রসঙ্গত, রাশিয়ার তরফে ভারতকে এই অস্ত্র সরবরাহের কথা থাকলেও দীর্ঘদিন ধরেই এ নিয়ে টালবাহানা চলছে ৷

রাশিয়ার কাছ থেকে বিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা ছিল ভারতের ৷ গত বছরের ডিসেম্বর মাসেই সেই অস্ত্র সম্ভার ভারতে পৌঁছে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু তাতে ভারতের উপর নয়া নিষেধাজ্ঞা চাপাতে পারত মার্কিন প্রশাসন ৷ যা আগেই তুর্কির উপর কার্যকর করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সরকার ৷ পৃথিবীর অন্য দেশগুলি যাতে রুশ সমরাস্ত্র কিনতে না পারে, তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা ৷ এবং সেই সময় ভারতকে এই আইনের আওতার বাইরে রাখার পক্ষপাতী ছিল না ওয়াশিংটন ৷ মনে করা হচ্ছে, জো বাইডেনের আমলেও এই বিষয়টিতে কোনও রদবদল করা হবে না ৷

আরও পড়ুন :ট্রাম্পকে জেতানোর চেষ্টা করেছিল রাশিয়া !

এদিন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর রুশ বিদেশ মন্ত্রী সারগে লাভরোভ বলেন, ‘‘আমরা আমাদের সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা ফের শুরু করেছি ৷ এ বিষয়ে আমাদের একটি আন্তঃসরকারি কমিশন রয়েছে ৷ এই কমিশনের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে ৷ ভারতের মাটিতে রুশ প্রযুক্তি ব্য়বহার করে সামরিক পরিকাঠামো গড়়ে তোলার বিষয়টিও পরিকল্পনার মধ্যে রয়েছে ৷’’

অন্যদিকে, ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, এস-400-র সরবরাহ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা কাটাতে চলতি বছরের শেষে বৈঠকে বসবেন দু’দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা ৷ এছাড়াও, এদিনের বৈঠকে দু’দেশের কোভিড পরিস্থিতি এবং টিকাকরণে সহযোগিতা নিয়ে আলোচনা হয় ৷ কথা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ভারত সফর নিয়েও ৷

সূত্রের খবর, করোনা প্রতিরোধে রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভি-কে ভারতে ব্য়বহারের ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নয়াদিল্লি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details