মুম্বই, 26 সেপ্টেম্বর: ভারতীয় স্টক মার্কেটের প্রধান দুই সূচক সেনসেক্স এবং নিফটির শোচনীয় পতন হয়েছিল গত শুক্রবারই ৷ আর তার জেরেই উৎসবের মরশুমের আগে চিন্তার ভাঁজ বাড়ছে বিনিয়োগকারীদের কপালে ৷ বর্তমান অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষ সপ্তাহ চলছে ৷ হিসেব বলছে, নির্ধারিত মাপকাঠির বিচারে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে স্টক মার্কেট ৷ এই নিয়ে পরপর টানা চারটি সেশনে লোকসানের ধারা অব্যাহত রয়েছে ৷ ফলে বিনিয়োগকারীদের ঝুঁকি আপাতত বজায় থাকছে ৷
ওয়াকিবহাল মহল বলছে, বর্তমানে প্রেক্ষাপটে বিশ্বব্যাপী স্টক মার্কেটের উপর চাপ বাড়ছে ৷ আর তার জেরেই বাড়ছে মূল্যবৃদ্ধির আশঙ্কা ৷ বিশ্বজুড়ে বাড়ছে বহু মানুষের কাজ হারানোর সম্ভাবনাও ৷ গত শুক্রবার থেকে এখনও পর্যন্ত এনএসই নিফটির শেয়ার সূচক 17 হাজার পয়েন্টেরও বেশি নীচে নেমে গিয়েছে (Nifty Crashes Below 17000) ৷ অন্যদিকে, বিএসই সেনসেক্সের পতন হয়েছে 1 হাজার পয়েন্টেরও বেশি (BSE Sensex Plunges 1000 Points) ৷ তথ্যাভিজ্ঞ মহল বলছে, কার্যত রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে স্টক মার্কেটের ৷ আর তার জেরেই সোমবার ভারতীয় মুদ্রার রেকর্ড পতন হয়েছে ৷ যা পূর্বের সমস্ত হিসাবকে ছাপিয়ে গিয়েছে ৷ এই নিয়ে টানা তিনটি সেশনে ভারতীয় মুদ্রার মূল্যে পতন হল ৷