পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Supreme Court: দ্রুত শুনানির জন্য রেকর্ডের সফট কপি রাখার সুপারিশ সুপ্রিম কোর্টের

Supreme Court on Soft Copies of Record: আদালতে কোনও মামলার শুানানির সময় দ্রুত রেকর্ড পেতে, তার সফট কপি রাখা উচিত বলে মনে করেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ৷ তারা এর জন্য প্রয়োজনীয় রুল সংশোধনের সুপারিশ করেছেন ৷ একটি মামলার রায় দিতে গিয়ে এই সুপারিশ করেন ওই দুই বিচারপতি ৷ লিখেছেন ইটিভি ভারত-এর সুমিত সাক্সেনা ৷

Supreme Court
Supreme Court

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 7:16 PM IST

নয়াদিল্লি, 16 নভেম্বর: বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অভিযোগ বারবার ওঠে ৷ সেই বিষয়টিকে মাথায় রেখে আদালতের রেকর্ডের সফট কপি (যা কম্পিউটারে রাখা যায়) রাখার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট ৷ রেকর্ড যাতে দ্রুত পাওয়া যায়, তাই ফৌজদারি মামলাগুলির ক্ষেত্রে সফট কপি রাখার সুপারিশ করা হয়েছে শীর্ষ আদালতের তরফে ৷ এর মধ্যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টিও যুক্ত করে নেওয়ার কথা বলা হয়েছে ৷

গত 9 নভেম্বর সুপ্রিম কোর্ট এই সুপারিশ করে ৷ শীর্ষ আদালতের দুই বিচারপতি অভয় এস ওকা ও সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ এই সুপারিশ করেছে ৷ সেখানে 2013 সালে সুপ্রিম কোর্টের এই রুলের কথা উল্লেখ করা হয়েছে ৷ যেখানে সাব-রুল 2 ও 3 এবং রুল 5-এ মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড-সহ ফৌজদারি মামলাগুলির ক্ষেত্রে আসল নথির হার্ড কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷

শীর্ষ আদালতের এই বেঞ্চ জানিয়েছে যে সাব-রুল 3 এ আসল নথির কথা উল্লেখ করা হয়েছে ৷ সেখানে ‘সফট কপি’-র কথা উল্লেখ করা উচিত ৷ যাতে আদালতে ই-রেকর্ড পেশ করা যায় ৷ এর ফলে আদালতে দ্রুত ওই সব নথি পেশ করা সম্ভব হবে ৷ এর জন্য সংশ্লিষ্ট রুল সংশোধন করার কথাও বলেছে শীর্ষ আদালত ৷ এই জন্য বেঞ্চ বিষয়টি দেশের প্রধান বিচারপতিকে বিবেচনা করার অনুরোধ করেছেন ৷ তাঁদের নির্দেশের প্রতিলিপি প্রধান বিচারপতির কাছে পাঠানোর কথাও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি বিভাগকে জানিয়েছেন ৷

একটি মামলায় দু’জনকে 2010 সালে হাইকোর্ট শাস্তি দিয়েছিল ৷ দুই সাজাপ্রাপ্ত হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রেখেছে ৷ তবে এক অভিযুক্ত চলতি বছরের 24 সেপ্টেম্বর মারা গিয়েছেন ৷ ফলে এখন একজনকেই সাজা ভোগ করতে হবে ৷ সেই মামলার শুনানিতেই সফট কপি রাখার এই সুপারিশ করে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ ৷

আরও পড়ুন:

  1. ভোটার তালিকায় একই নাম দু’বার থাকলে তা বাদ দেওয়া নিয়ে মামলার শুনানিতে সম্মত সুপ্রিম কোর্ট
  2. অপরাধ এক হলেও সাজা ভিন্ন; 'ন্যায়বিচারের স্বার্থে' মৃত্যুদণ্ড মকুব করল সুপ্রিম কোর্ট

ABOUT THE AUTHOR

...view details