কলকাতা, 1 সেপ্টেম্বর : এদিন দিল্লি গিয়ে ইডির দফতরে (Enforcement Directorate- ED) হাজিরা দেওয়ার কথা ছিল ৷ তবে দিল্লি যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) ৷ গতকালই তিনি ইডিকে চিঠি পাঠিয়েছেন ৷ দিল্লির বদলে কলকাতায় নিজের বাড়িতেই ইডির আধিকারিকদের আসার অনুরোধ জানিয়েছেন তিনি ৷
রুজিরা চিঠিতে জানিয়েছেন, তাঁর দু'টি সন্তান রয়েছে ৷ করোনা পরিস্থিতিতে তাঁর পক্ষে দিল্লি যাতায়াত তাঁর নিজের এবং তাঁর সন্তানদের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে ৷ তাই তিনি ইডি আধিকারিকদের কলকাতায় তাঁর বাড়িতেই আসার অনুরোধ জানান ৷ সপক্ষে যুক্তি, যে মামলার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে সেটি পশ্চিমবঙ্গের ৷ পাশাপাশি কলকাতায় ইডির কার্যালয় রয়েছে ৷ তার উপর রুজিরা নিজেও যখন কলকাতারই বাসিন্দা ৷ তাই ইডির আধিকারিকদের তিনি কলকাতায় নিজ বাসভবনেই আসার অনুরোধ জানান ৷ তাঁর তরফে যাবতীয় সহযোগিতার কথাও জানান তিনি ৷