পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Saket Gokhale : দিল্লিতে তৃণমূলে নাম লেখালেন আরটিআই কর্মী সাকেত গোখলে - নয়াদিল্লি

বৃহস্পতিবার দিল্লিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আরটিআই কর্মী সাকেত গোখলে ৷ উপস্থিত ছিলেন সৌগত রায়, ডেরেক ও’ব্রায়েন এবং যশবন্ত সিনহা ৷

RTI activist Saket Gokhale joins Trinamool Congress at Delhi on Thursday
Saket Gokhale : দিল্লিতে দিদির দলে নাম লেখালেন আরটিআই কর্মী সাকেত গোখলে

By

Published : Aug 12, 2021, 7:09 PM IST

নয়াদিল্লি, 12 অগস্ট :পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) দল ক্ষমতায় আসতেই তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক ফের বাড়তে শুরু করেছে ৷ বৃহস্পতিবার মমতার দলে নাম লেখালেন আরটিআই কর্মী সাকেত গোখলে (Saket Gokhale) ৷ দিল্লিতে তাঁর তৃণমূলে যোগদানের সময় সেখানে উপস্থিত ছিলেন সৌগত রায় (Saugata Roy), ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien) ও যশবন্ত সিনহা (Yashwant Sinha) ৷

আরও পড়ুন :Tathagata-Dilip : পোস্টারে বানান ভুল, দিলীপ ঘোষের ছবি পোস্ট করে ‘মূর্খ’ বলে তোপ তথাগতর

তৃণমূলে যোগ দেওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হন সাকেত ৷ তিনি বলেন, ‘‘যেভাবে একুশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে ছুড়ে ফেলে দিয়েছে, তাতে আমি 2024 নিয়ে অত্যন্ত আশাবাদী ৷ আর অবশ্যই আমি আমার দলের জন্য সমস্ত দায়িত্ব পালন করতে চাই ৷’’

কিন্তু, হঠাৎ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কেন ? এই প্রশ্নের উত্তরে সাকেত বলেন, ‘‘এই মুহূর্তে সংসদে তৃণমূলই দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল ৷ আমি বেশিরভাগ সময়টাই দিল্লিতে কাটিয়েছি ৷ প্রধানত, জাতীয় ইস্যুগুলি নিয়েই আমি কাজ করি ৷ কিছু কাজ মহারাষ্ট্র সরকারকে নিয়েও করেছি ৷ তাই তৃণমূল অবশ্যই আমার ভাবনায় ছিল ৷’’

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে গিয়ে সাকেত বলেন, ‘‘আমি একটা সময় কংগ্রেসের সমর্থক ছিলাম ৷ কিন্তু এখন আমরা সঙ্গবদ্ধ বিরোধী শক্তির কথা বলছি ৷ তবে সেখানে মতাদর্শগত অনেক ফারাক, পরস্পরবিরোধিতা রয়েছে ৷ কিন্তু আমাকে বলতেই হবে, যদি আমরা জাতীয়স্তরের রাজনৈতিক দলগুলির দিকে তাকাই, তাহলে দেখব, তৃণমূল কংগ্রেস অত্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে ৷’’

আরও পড়ুন :Tripura-TMC : জয়া-সুদীপ-দেবাংশুদের ফের গ্রেফতারির ছক ত্রিপুরা পুলিশের, টুইটারে সরব কুণাল

তৃণমূল কংগ্রেস আর তৃণমূল সুপ্রিমোর লড়াকু মনোভাবই যে তাঁকে আকর্ষণ করেছে, সেকথাও সর্বসমক্ষে স্বীকার করেন সাকেত ৷ তিনি বলেন, ‘‘যেভাবে মমতা বন্দ্য়োপাধ্য়ায় সামনে দাঁড়িয়ে লড়াই করেছেন, যেভাবে গোটা বাদল অধিবেশনে সংসদে বিরোধিতার সুর উঁচুতে রেখেছে তাঁর দল, যেভাবে দলের প্রতিনিধিরা বিভিন্ন ইস্যুতে জোটবদ্ধভাবে কথা বলেছেন, আমি ঠিক এটাই দেখতে চেয়েছিলাম ৷ তাই তৃণমূল কংগ্রেস ছাড়া আমার কাছে আর কোনও বিকল্প ছিল না ৷’’

ABOUT THE AUTHOR

...view details