নয়াদিল্লি, 24 ডিসেম্বর:চিন-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা (Corona) ৷ বিশেষজ্ঞদের চিন্তা বাড়াচ্ছে ভাইরাসের নতুন উপপ্রজাতি ৷ এই প্রেক্ষাপটে কয়েকটি দেশ থেকে ভারতে আসা আন্তর্জাতিক বিমানযাত্রীদের উপর ফের কার্যকর করা হল বিধিনিষেধ ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্য়ান্ড থেকে আসা বিমানযাত্রীদের সকলকেই বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর পরীক্ষা (RT-PCR Test) করাতে হবে ৷ সেই পরীক্ষায় সুস্থ প্রমাণিত হলে তবেই মিলবে ভারতে ঢোকার ছাড়পত্র ৷
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) এই প্রসঙ্গে জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলি থেকে আসা কোনও বিমানযাত্রীর শরীরে যদি করোনার একটিও উপসর্গ ধরা পড়ে, কিংবা তাঁর আরটি-পিসিআর পরীক্ষার যদি পজিটিভ হয়, তাহলে সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ নিভৃতবাসে পাঠাতে হবে ৷ একইসঙ্গে, সংশ্লিষ্ট দেশগুলি থেকে আসা যাত্রীদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে 'এয়ার সুবিধা' ফর্মটি পূরণ করতে হবে ৷ যাত্রীর স্বাস্থ্য বর্তমানে কেমন রয়েছে, এই ফর্মের মাধ্য়মে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে যাত্রীকেই ৷ তবেই ভারতে প্রবেশের অনুমতি পাওয়া যাবে ৷