পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দুটি ডোজ নেওয়া থাকলে বিমানে দরকার নেই আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট - বিমানে পশ্চিমবঙ্গ

বিমানে পশ্চিমবঙ্গে আসছেন ? সঙ্গে যেন কোভিড-19 ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার প্রমাণ থাকে অথবা 72 ঘণ্টা আগে করা আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট ৷ না হলে, রাজ্যগামী বিমানে ওঠার ছাড়পত্র পাওয়া যাবে না ৷ রাজ্যের করোনাপরিস্থিতি নিয়ন্ত্রণে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ৷

বিমানে পশ্চিমবঙ্গে প্রবেশে কড়াকড়ি পদক্ষেপ সরকারের
বিমানে পশ্চিমবঙ্গে প্রবেশে কড়াকড়ি পদক্ষেপ সরকারের

By

Published : Jul 20, 2021, 10:22 AM IST

Updated : Jul 20, 2021, 2:28 PM IST

কলকাতা, 20 জুলাই : কোভিড-19 ভ্যাকসিন (Covid-19 Vaccine) নেওয়ার সার্টিফিকেট নয়তো কোভিড-19 পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে, না হলে বিমানে পশ্চিমবঙ্গে ঢোকার ছাড়পত্র মিলবে না, জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) ৷

পশ্চিমবঙ্গে করোনাসংক্রমণ নিয়ন্ত্রণে আরও কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার ৷ রাজ্যে আসার যে কোনও বিমানে ওঠার আগে, তা বাণিজ্যিক হোক বা যাত্রীবাহী (commercial & non commercial flight), কোভিড-19 ভ্যাকসিনের (Covid 19 vaccine) দুটো ডোজ নেওয়ার প্রমাণস্বরূপ সার্টিফিকেট দেখিয়ে বিমানে ওঠা যাবে, অথবা 72 ঘণ্টা আগে করা আরটি-পিসিআর (RT-PCR) টেস্টের নেগটিভ রিপোর্ট দেখাতে হবে ৷

আরও পড়ুন : Corona Lockdown : লকডাউনে বন্ধ উৎসব-অনুষ্ঠান, প্রবল সমস্যায় ছোট ব্যবসায়ীরা

কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) একটি টুইটে (Tweet) জানিয়েছে, "#ট্র্যাভেল অ্যালার্ট: পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, সব বিমানের (বাণিজ্যিক এবং যাত্রীবাহী) (Commercial & Non-commercial) যাত্রীদের পশ্চিমবঙ্গগামী বিমানে ওঠার সময় হয় সম্পূর্ণ ভ্যাকসিনেশনের প্রমাণ নতুবা বিমানে ওঠার 72 ঘণ্টা আগে করা আরটি-পিসিআর নেগেভিটভ টেস্ট রিপোর্ট দেখাতে হবে ৷"

রাজ্যের অতিরিক্ত প্রধান সচিব (State Additional Chief Secretary) বিপি গোয়েঙ্কা (B P Goenka) বিমানমন্ত্রককে (Ministry of Civil Aviation) এই নির্দেশিকা কার্যকর করতে প্রয়োজনীয় ব্য়বস্থা নেওয়ার অনুরোধ করেছেন ৷

Last Updated : Jul 20, 2021, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details