উজ্জয়িনী (মধ্যপ্রদেশ), 29 ডিসেম্বর: দেশের প্রথম 'জল স্তম্ভ' মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরের (Mahakal Temple) প্রাঙ্গণে স্থাপন করা হল ৷ গত বুধবার তা স্থাপন করা হয় ৷ এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh) বা আরএসএস (RSS)-এর প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) উন্মোচন করেন ।
এই কারণে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় ৷ পুজোর পর ভাগবত ওই জল স্তম্ভের (Pillar of Water) উদ্বোধন করেন ৷ এর ওজন 60 কেজি এবং 13 ফুট উঁচু ৷ পুরোটা রুপো দিয়ে তৈরি ৷ রুপোর তৈরি এই জল স্তম্ভটি তৈরি করেছেন উজ্জয়িনীর কারিগররা । কাজ শেষ করতে তাদের সময় লেগেছে চার সপ্তাহ ।
এই জল স্তম্ভের চারদিকে বেদের স্তোত্র (Hymns of the Vedas) লেখা রয়েছে । বেদে জলের যে গুরুত্ব বর্ণনা করা হয়েছে, সেটাই জল স্তম্ভে স্তোত্র আকারে লেখা হয়েছে । চারটি বেদের স্তোত্রগুলি হিন্দিতে সহজ অনুবাদ-সহ সংস্কৃতে স্তম্ভে খোদাই করা হয়েছে । এই জল স্তম্ভ স্থাপনের উদ্দেশ্য হল জল সংরক্ষণের গুরুত্বের বার্তা দেওয়া । স্তম্ভের চারপাশে জলের ফোয়ারা বসানো হয়েছে ভক্তদের কাছে স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলতে ।
মহাকাল মন্দিরের গর্ভগৃহে পুজো করার পর আরএসএস প্রধান ন্দির প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন । ওই অনুষ্ঠান সুমঙ্গলম সুজলম জল উৎসবের অংশ ছিল ৷ তা শুরু হয়েছিল 5 ডিসেম্বর৷ যার নাম ছিল 'চতুর্বেদ পরায়ণ মহা অনুষ্ঠান' ৷ বুধবার জল স্তম্ভ উদ্বোধনের সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে যায় ৷