পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Richa Chadha Tweet Row: মোদির নেতৃত্বে ভারত ক্রমেই শক্তিশালী হচ্ছে, রিচার টুইট বিতর্কে মন্তব্য আরএসএস নেতার - টুইট

রিচা চাড্ডার টুইট বিতর্কে (Richa Chadha Tweet Row) মুখ খুললেন আরএসএস নেতা (RSS Leader) রাম মাধব (Ram Madhav) ৷ রাজস্থানের অনুষ্ঠানে কী বললেন তিনি ?

RSS Leader Ram Madhav jibes at Richa Chadha Tweet Row
Richa Chadha Tweet Row: মোদির নেতৃত্বে ভারত ক্রমেই শক্তিশালী হচ্ছে, টুইট বিতর্কে মন্তব্য আরএসএস নেতার

By

Published : Nov 28, 2022, 4:48 PM IST

যোধপুর (রাজস্থান), 28 নভেম্বর:বলিউড অভিনেত্রী রিচা চাড্ডার টুইট বিতর্কে (Richa Chadha Tweet Row) এবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন জাতীয় সাধারণ সম্পাদক তথা আরএসএসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (RSS Leader) রাম মাধব (Ram Madhav) ৷ রবিবার এই প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের (রিচা চাড্ডার মতো) মানসিকতার মানুষের মন্তব্য থেকেই বোঝা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে ভারত ক্রমশ আরও শক্তিশালী হয়ে উঠছে ৷ উল্লেখ্য, রবিবার রাজস্থানের যোধপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাম ৷ সেখানেই এই মন্তব্য করেন তিনি ৷

উল্লেখ্য, সম্প্রতি গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সম্মুখ সংঘাত নিয়ে একটি টুইট করেছিলেন রিচা ৷ যা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয় ৷ পরবর্তীতে এর জেরে ক্ষমাও চান রিচা ৷ কিন্তু, বিতর্কের রেশ যে এখনও ফুরিয়ে যায়নি, তা রাম মাধবের মন্তব্য থেকেই স্পষ্ট ৷ তিনি বলেন, যেভাবে ভারত রাজনৈতিক এবং প্রতিরক্ষা স্তরে চিন ও পাকিস্তানের মোকাবিলা করছে, তা অত্যন্ত কঠিন কাজ ৷ এর সঙ্গে ঘরে বসে টুইট করার কোনও তুলনা হয় না ৷ 2014 সালের আগে ভারতের নাগরিকরা সন্ত্রাসবাদের ভয় নিয়ে বাঁচতেন ৷ কিন্তু এখন সেই সন্ত্রাসবাদীরাই আমাদের ভয় পায় ৷

আরও পড়ুন:নারীদের নিয়ে কুমন্তব্য, একাধিক প্রশ্ন রেখেই ক্ষমা চাইলেন রামদেব

সংশ্লিষ্ট অনুষ্ঠানেই পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রাম মাধবকে প্রশ্ন করা হয় ৷ জবাবে তিনি বলেন, নরেন্দ্র মোদি ভারতের মানুষকে নতুন করে আশা দেখিয়েছেন ৷ রামের বক্তব্য, ভারতকে এতটাই শক্তিশালী করে তুলতে হবে যাতে পাক অধিকৃত কাশ্মীর এবং বালুচিস্তানে বসবাসকারী প্রত্যেকটি বাসিন্দা আগামী দিনে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার দাবি তোলেন ৷ এর পাশাপাশি কাশ্মীর সমস্যা নিয়ে রাম মাধব বলেন, আগামী উপত্যকার মানুষ আলাদা রাষ্ট্রের দাবি তুললেন ৷ এখন তাঁরাই ভারতের সঙ্গে থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দাবি করছেন ৷

ABOUT THE AUTHOR

...view details