যোধপুর (রাজস্থান), 28 নভেম্বর:বলিউড অভিনেত্রী রিচা চাড্ডার টুইট বিতর্কে (Richa Chadha Tweet Row) এবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন জাতীয় সাধারণ সম্পাদক তথা আরএসএসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (RSS Leader) রাম মাধব (Ram Madhav) ৷ রবিবার এই প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের (রিচা চাড্ডার মতো) মানসিকতার মানুষের মন্তব্য থেকেই বোঝা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে ভারত ক্রমশ আরও শক্তিশালী হয়ে উঠছে ৷ উল্লেখ্য, রবিবার রাজস্থানের যোধপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাম ৷ সেখানেই এই মন্তব্য করেন তিনি ৷
উল্লেখ্য, সম্প্রতি গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সম্মুখ সংঘাত নিয়ে একটি টুইট করেছিলেন রিচা ৷ যা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয় ৷ পরবর্তীতে এর জেরে ক্ষমাও চান রিচা ৷ কিন্তু, বিতর্কের রেশ যে এখনও ফুরিয়ে যায়নি, তা রাম মাধবের মন্তব্য থেকেই স্পষ্ট ৷ তিনি বলেন, যেভাবে ভারত রাজনৈতিক এবং প্রতিরক্ষা স্তরে চিন ও পাকিস্তানের মোকাবিলা করছে, তা অত্যন্ত কঠিন কাজ ৷ এর সঙ্গে ঘরে বসে টুইট করার কোনও তুলনা হয় না ৷ 2014 সালের আগে ভারতের নাগরিকরা সন্ত্রাসবাদের ভয় নিয়ে বাঁচতেন ৷ কিন্তু এখন সেই সন্ত্রাসবাদীরাই আমাদের ভয় পায় ৷