দেরাদুন (উত্তরাখণ্ড), 29 সেপ্টেম্বর : আরএসএস (RSS) নেতা বিপিন কার্নওয়ালের (Vipin Karnwal) বিরুদ্ধে মামলা রুজু করল উত্তরাখণ্ড পুলিশ (Uttarakhand Police) ৷ অঙ্কিতা ভান্ডারির খুন (Ankita Bhandari Case) নিয়ে তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ সেই কারণেই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে উত্তরাখণ্ডের রাইওয়ালা থানার পুলিশ ৷
অভিযোগ, বিপিন ফেসবুকে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘সবচেয়ে বড় অপরাধী হল তাঁর (অঙ্কিতা) বাবা, যিনি ক্ষুধার্ত বেড়ালের সামনে কাঁচা দুধ রেখে দিয়েছিলেন ৷’’ তাছাড়া তিনি দাবি করেন, সব জানা সত্ত্বেও অঙ্কিতার বাবা, দাদারা তাঁকে ওই রিসর্টে কাজ করতে দিয়েছেন ৷ সেই কারণেই তাঁরা আসল দোষী ৷
এই পোস্ট স্বাভাবিক ভাবেই ভাইরাল হয় ৷ শুরু হয় বিতর্ক৷ পরে অবশ্য তিনি ওই পোস্ট ডিলিট করে দেন ৷ কিন্তু এই পোস্টের মাধ্যমে তিনি মহিলাদের অপমান করেছেন এবং সমাজে হিংসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ৷ তাই সমাজসেবী বিজয়াপাল রাওয়াত বিপিনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷ বিপিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷