পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

76th Independence Day সঙ্ঘের সদর দফতরে তেরঙা ওড়ালেন ভাগবত

আজ 76তম স্বাধীনতা দিবস ৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সদর দফতরে মোহন ভাগবত নিজে হাতে জাতীয় পতাকা উত্তোলন করলেন (76th Independence Day) ৷

RSS chief Mohan Bhagwat
মোহন ভাগবত

By

Published : Aug 15, 2022, 11:46 AM IST

Updated : Aug 15, 2022, 12:48 PM IST

নাগপুর, 15 অগস্ট: ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সদর দফতরে ৷ আজ সকালে আরএসএস প্রধান মোহন ভাগবত জাতীয় পতাকা উত্তোলন করেন ৷ গাওয়া হয় জাতীয় সঙ্গীত (RSS chief Bhagwat unfurls tricolor at Sangh headquarters on Independence Day) ৷ সোমবার সকালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানে ভাগবত জানান, ভারত অনেক সংগ্রামের পর স্বাধীনতা পেয়েছে ৷ এবার দেশের আত্মনির্ভর হওয়া উচিত ৷ তিনি দেশ তথা বিশ্বের জন্য শান্তির বার্তা দেন ৷

সঙ্ঘ প্রধান বলেন, "আজকের দিনটা গর্বের এবং সংকল্পের ৷ বহু যুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে ৷ এবার দেশ নিজের উপর নির্ভরশীল হোক ৷" তিনি আরও জানান, দেশ ও সমাজ মানুষকে কী দিচ্ছে, সেই প্রশ্ন না তুলে মানুষের ভাবা উচিত, তাঁরা দেশকে কী দিচ্ছেন ৷

76তম স্বাধীনতা দিবসে আরএসএস প্রধান মোহন ভাগবত জাতীয় পতাকা উত্তোলন করলেন

আরও পড়ুন: সোশাল মিডিয়ায় আরএসএসের প্রোফাইলে উড়ছে জাতীয় পতাকা

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয় ৷ আরএসএস কর্মী এবং প্রচারকরা উপস্থিত ছিলেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ৷ এছাড়া রেশমিবাগ এলাকায় ডাঃ হেগরেওয়ার স্মারক সমিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সঙ্ঘ ৷ এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাগপুরের মহানগর সহসঙ্ঘচালক শ্রীধর গাগড়ে ৷ বিকেল 5টা নাগাদ বিভিন্ন অংশে 'পথ সঞ্চালন' অর্থাৎ মার্চ পাস্ট করবেন স্বয়ংসেবকরা ৷ আরএসএস শুক্রবার তাদের প্রোফাইলে ভারতের জাতীয় পতাকার ছবি দেয় ৷ আর সব বিতর্কে জল ঢেলে আজ 76তম স্বাধীনতা দিবসে আরএসএসের সদর দফতরে উড়ল দেশের জাতীয় পতাকা ৷

আরও পড়ুন: "আরএসএস জাতীয় পতাকার রংকে অশুভ বলেছিল", বিস্ফোরক দাবি আসাদউদ্দিনের

Last Updated : Aug 15, 2022, 12:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details