নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান (Imam Umer Ahmed Ilyasi) ড. ইমাম উমের আহমেদ লিয়াসি-সহ (Bhagwat meets AIIO Head) বেশ কয়েকজন মুসলিম বিদ্বজনের সঙ্গে দেখা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান (RSS Chief) মোহন ভাগবত ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি মসজিদে এই বৈঠক হয় ৷ হিজাব বিতর্ক, জ্ঞানবাপী ও শান্তি সম্প্রীতি রক্ষার বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে দাবি করেছে আরএসএস-এর ঘনিষ্ঠ সূত্র (Mohan Bhagwat)৷
মোহন ভাগবত ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন ড. কৃষ্ণ গোপাল, ইন্দ্রেশ কুমার, রামলাল ও করীশ কুমারের মতো আরএসএস-এর শীর্ষ নেতারা ৷ সংঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেদকর সংবাদসংস্থা এএনআই-কে বলেছেন, এই বৈঠক 'সংবাদ' প্রক্রিয়ারই একটি অংশ ৷ তিনি বলেন, "আরএসএস সরসংঘচালক সব ক্ষেত্রের মানুষদের সঙ্গেই দেখা করছেন ৷ প্রতিনিয়ত যে সংবাদ প্রক্রিয়া চলছে এটা তারই অংশ ৷"
কর্নাটকের কলেজে হিজাব নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল ৷ বর্তমানে সেই সংক্রান্ত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে ৷ জ্ঞানবাপী বিতর্ক মাথাচাড়া দেওয়ার পরও আরএসএস প্রধান মুসলিম সম্প্রদায়ের বিদ্বজন ও শিক্ষাবিদদের সঙ্গে দেখা করেন ৷ গত মঙ্গলবার মুসলিম বিদ্বজনদের সঙ্গে দেখা করে সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত বিষয় এবং দেশে ধর্মীয় ভিত্তিগুলিকে আরও মজবুত করার উপায় নিয়ে আলোচনা করেন তিনি ৷ আরএসএস-অর ঘনিষ্ঠ সূত্র বলছে, দলের ভাবনাকে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ ওই বৈঠকে হিজাব বিতর্ক, জনসংখ্যা নিয়ন্ত্রণ ছাড়াও নানা বিষয়ে কথা হয়েছে ৷