মুম্বই, 7 সেপ্টেম্বর : ব্রিটিশরা ভুল বুঝিয়ে হিন্দু-মুসলমানের মধ্যে লড়াই বাধায় ৷ নাহলে এদেশে হিন্দু এবং মুসলমানের পূর্বপুরুষ এক ৷ তারা একই বংশের উত্তরাধিকারী ৷ মুম্বইয়ের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (Rashtriya Swayamsevak Sangh- RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) এমনই দাবি করলেন ৷ এদেশের প্রতিটি মানুষই 'হিন্দু' বলেও দাবি করেন তিনি ৷
সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের 'রাষ্ট্র প্রথম-রাষ্ট্র সর্বোপরি' শীর্ষক একটি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান জানান, দেশবাসীর ঐক্যের ভিত্তি হল এই মাতৃভূমি এবং আমাদের ঐতিহ্য ৷ বলেন, "হিন্দু এবং মুসলমানরা একই বংশের উত্তরাধিকারী ৷ তাদের পূর্বপুরুষ একই ৷"
তাঁর দাবি, ব্রিটিশরা এদেশে মুসলমানদের বলে, 'হিন্দুদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকলে তোমরা কিছুই পাবে না ৷' ভাগবত বলেন, "মুসলমানদের ব্রিটিশরা বলে, এদেশে শুধু হিন্দুরাই নির্বাচিত হবে ৷ তাদের আলাদা রাষ্ট্রের দাবি তুলতে উৎসাহিত করে ৷ ব্রিটিশরা মুসলমানদের বোঝায় যে তারা ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ৷ কিন্তু এমনটা কি হয়েছে ? হয়নি ৷ এখানে যেকোনও মুসলমান যেকোনও পদে বসতে পারেন ৷"