নাগপুর, 15 অক্টোবর : জম্মু-কাশ্মীরে আতঙ্ক ফিরিয়ে আনতে চাইছে জঙ্গিরা, তাই নিশানা করে হত্যা চালিয়ে যাচ্ছে তারা, মন্তব্য করলেন আরএসএস প্রধান (RSS chief) মোহন ভাগবত (Mohan Bhagwat) ৷ নাগপুরে রেশমিবাগের মাঠে (Reshimbagh ground) প্রতি বছরের মতো বিজয়া দশমীর শোভাযাত্রা উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাগবত একথা বলেন ৷ তিনি এ প্রসঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে সামরিক বাহিনীর নিরাপত্তা আরও বাড়ানোর পরামর্শ দেন ৷
এছাড়া দেশে 'জনসংখ্যার ভারসাম্যহীনতা' (population imbalance) নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে তিনি বলেন, "দেশের জনসংখ্যার দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে নিকট ভবিষ্যতে অনেক সমস্যা তৈরি হবে ৷ তাই এই চ্যালেঞ্জের কথা যথাযথভাবে চিন্তা করা উচিত ৷" তিনি জানান, 2015 সালে রাঁচিতে সঙ্ঘের 'অখিল ভারতীয় কার্যকারী মণ্ডল' (Akhi Bharatiya Karyakari Mandal or All India Executive Committe) বৈঠকে এ নিয়ে একটি প্রস্তাবনা পাশ করা হয়েছিল ৷