পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Garbha Sanskar for Pregnant Women: ঐতিহ্য রক্ষায় গর্ভস্থ ভ্রূণকেই শোনানো হবে গীতা, রামায়ণ ! - আরএসএস

গর্ভস্থ শিশুকে পড়ে শোনানো হবে গীতা, রামায়ণ ! এর জন্য 'গর্ভ সংস্কার' (Garbha Sanskar) কর্মসূচির আয়োজন করতে চলেছে আরএসএসের (RSS) শাখা সংগঠন সংবর্ধিনী ন্যাস (Samvardhinee Nyas) ৷

RSS affiliate organisation Samvardhinee Nyas plans to do Garbha Sanskar for Pregnant Women
প্রতীকী ছবি

By

Published : Mar 6, 2023, 10:30 PM IST

নয়াদিল্লি, 6 মার্চ: জন্মের আগেই গর্ভস্থ ভ্রূণ সর্বাধিক 500 শব্দ শিখে ফেলতে পারে ! এমনটাই দাবি করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh) বা আরএসএসের (RSS) একটি শাখা সংগঠন ৷ আর তাই গর্ভবতীদের নিয়ে নতুন একটি কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ যাকে বলা হচ্ছে, 'গর্ভ সংস্কার' (Garbha Sanskar) ৷ সূত্রের দাবি, ভূমিষ্ঠ হওয়ার আগেই শিশুর মধ্যে হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের বীজ বপন করতেই নাকি এই উদ্যোগ !

সংশ্লিষ্ট সংগঠনের নাম সংবর্ধিনী ন্যাস (Samvardhinee Nyas) ৷ তাদের জাতীয় অনুষ্ঠান সম্পাদক মাধুরী মারাঠে বিষয়টি নিয়ে সোমবার বিস্তারিত তথ্য পেশ করেন ৷ তিনি জানান, তাঁরা একটি কর্মসূচি শুরু করতে চলেছেন ৷ সেখানে শুধুমাত্র গর্ভবতী মহিলারাই অংশগ্রহণ করতে পারবেন ৷ সেই কর্মসূচিতে গর্ভস্থ শিশুকে ঐতিহ্য ও সংস্কৃতির পাঠ পড়ানো হবে ৷ উদ্যোক্তাদের বক্তব্য, অল্প বয়স শিশুর শিক্ষালাভের জন্য আদর্শ ৷ এই বিষয়টিকেই তাঁরা নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আশাপ্রকাশ করেছেন মাধুরী ৷

সংবাদ সংস্থা পিটিআই-কে মাধুরী জানিয়েছেন, এই কর্মসূচিতে অংশগ্রহণের সময়সীমা শুরু হবে সন্তানসম্ভবা হওয়ার পরই ৷ এবং এই প্রক্রিয়া চলবে শিশুর 2 বছর বয়স পর্যন্ত ৷ এই কর্মসূচির আওতায় গর্ভস্থ ভ্রূণকে গীতা পড়ে শোনানো হবে ৷ সেইসঙ্গে, শোনানো ভারতীয় বিভিন্ন শ্লোক ও কবিতা ৷ এই শ্লোক ও কবিতা হবে মূলত রামায়ণের অংশ ৷ দক্ষিণপন্থী সংগঠনগুলির দাবি, মাতৃগর্ভে থাকাকালীন শিশুর স্মরণশক্তি সবথেকে বেশি হয় ৷ সেই কারণেই এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিয়মিত যোগভ্য়াসও করতে হবে ৷

আরও পড়ুন:শিক্ষিত যুবসমাজকে চাকরির পিছনে না ছোটার পরামর্শ ভগবতের

মাধুরী আরও জানিয়েছেন, তাঁরা তাঁদের এই আয়োজনে স্ত্রীরোগ বিশেষজ্ঞদেরও রাখবেন ৷ থাকবেন আয়ুর্বেদ চিকিৎসকরাও ৷ ভাবী মা এবং ছোট্ট শিশুদের যোগভ্যাস করানোর জন্য থাকবেন পেশাদার প্রশিক্ষক ৷ এই কর্মসূচির প্রচার ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে ৷ রবিবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ে এই উপলক্ষে একটি কর্মশালার আয়োজন করেছিল সংবর্ধিনী ন্যাস কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details