নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: অধিবেশন চলাকালীন লোকসভায় এক বিজেপি সাংসদের বিরুদ্ধে অন্য এক সংখ্যালঘু সাংসদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে শনিবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের প্রাক্তন নেতা তথা রাজ্যসভার সাংসদ কপিল সিবাল ৷ তাঁর কটাক্ষ, সংসদের সাত-তারা ভবনের উদ্বোধনে ঘৃণার নতুন সংস্কৃতি তৈরি হল ৷
বৃহস্পতিবার লোকসভায় চন্দ্রযান-3 এর সাফল্য নিয়ে আলোচনার সময় বহুজন সমাজ পার্টি (বিএসপি) সদস্য দানিশ আলিকে লক্ষ্য করে বিজেপি সাংসদ রমেশ বিধুরি কিছু অবমাননাকর মন্তব্য করেন ৷ সেই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে দেশের রাজনীতিতে ৷ বিরোধীরা এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে ৷ ওই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে দাবি করেছে ৷ বিজেপির তরফেও ওই সাংসদের কাছ থেকে এই নিয়ে জবাব তলব করা হয়েছে ৷
কিন্তু কপিল সিবাল এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন নীরব সেই প্রশ্ন তুলেছেন ৷ এ দিন এই নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেই পোস্টে তিনি লিখেছেন, "সাত তারা বিশিষ্ট সংসদ ভবনে 'ঘৃণা'র নতুন সংস্কৃতির উদ্বোধন হতে দেখলাম ৷"
উল্লেখ্য, চলতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশন হয় ৷ এই অধিবেশনের প্রথম দিন অনুষ্ঠিত হয় সংসদের পুরনো ভবনে ৷ তার পরদিন সংসদের পুরনো ভবনের সেন্ট্রাল হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানের পরই সাংসদরা নতুন ভবনে যান ৷ তার পর লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সেখানে বসে ৷ পরের তিনদিনও নতুন ভবনে বসেছে অধিবেশন ৷ এবার থেকে নতুন ভবন থেকেই সংসদের সব কাজ হবে ৷ পুরনো ভবনের নাম হবে সংবিধান সদন ৷