পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

RS and LS MPs Group Photo: সংসদের উচ্চ ও নিম্নকক্ষের সদস্যদের নিয়ে দলগত ছবি পুরনো ভবনের প্রাঙ্গণে - নয়া সংসদ ভবন

MPs Group Photograph at Old Parliament: পুরনোর সংসদ ভবনের ভিতরের প্রাঙ্গণে উচ্চ ও নিম্নকক্ষের সদস্যদের নিয়ে দলগত ছবি তোলা হল ৷ আজ পুরনো ভবনের সেন্ট্রাল হলে সমাপ্তি অনুষ্ঠানের পর, সংসদীয় কার্যকলাপ স্থানান্তরিত হবে নয়া সংসদ ভবনে ৷

ETV BHARAT
ETV BHARAT

By PTI

Published : Sep 19, 2023, 11:39 AM IST

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর:75 বছর ইতিহাসকে সঙ্গে নিয়ে পুরনো সংসদ ভবনকে বিদায় জানালেন লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ৷ আজ থেকে এক নতুন অধ্যায়ের শুরু ৷ নয়া সংসদ ভবনে আজ থেকে অধিবেশন বসবে দেশের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের ৷ তার আগে পুরনো সংসদ ভবনের ভিতরে থাকা প্রাঙ্গণে দলবদ্ধভাবে ছবি তুললেন সংসদের দুই কক্ষের সাংসদরা ৷ নয়া সংসদ ভবনে প্রবেশের আগে পুরাতনের সঙ্গে শেষ মুহূর্তের কিছু স্মৃতি ফ্রেমবন্দি করলেন সাংসদরা ৷

লোকসভার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমে রাজ্যসভা এবং 17 তম লোকসভার সকল সাংসদরা একত্রে ছবি তোলেন ৷ এর পর রাজ্যসভার সাংসদদের নিয়ে একটি গ্রুপ ফটো তোলা হবে ৷ আর সবশেষে 17 তম লোকসভার সকল সাংসদরা মিলে একটি আলাদা গ্রুপ ফটো তুলবেন ৷ এ দিন এই গ্রুপ ফটো তোলার সময় প্রথমসারিতে ছিলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ তাঁর সঙ্গে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও মনমোহন সিং ৷

এর পাশাপাশি, প্রথম সারিতে ছিলেন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কেন্দ্রীয় মন্ত্রীরা এবং 8 সাংসদ রয়েছে এমন রাজনৈতিক দলের লোকসভার নেতা, 5 সাংসদ রয়েছে এমন রাজনৈতিক দলের রাজ্যসভার নেতা ৷ এমনকি সংসদের সবচেয়ে পুরনো সদস্য, বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং লোকসভা ও রাজ্যসভার সাধারণ-সচিবরাও এই দলগত ছবি তোলার সময় সামনের সারিতে থাকবেন ৷ এ দিন সাংসদদের এই গ্রুপ ছবিতে পিছন থেকে একেবারে ডানদিকে তিন নম্বর সারিতে দাঁড়িয়ে ছিলেন ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷

আরও পড়ুন:স্মৃতি উসকে অস্তাচলে ইতিহাস...

ছবি তোলা শেষে পুরনো ভবনের সেন্ট্রাল হলে একটি পরিসমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সেখান থেকে সকল সংসদীয় কার্যকলাপ নয়া সংসদ ভবনে স্থানান্তর করা হবে ৷ বেলা 1টা 15 মিনিটে নয়া সংসদ ভবনে লোকসভার অধিবেশন বসবে ৷ আর বেলা 2টো 25 মিনিট থেকে শুরু হবে নয়া সংসদ ভবনে উচ্চকক্ষ রাজ্যসভার প্রথম অধিবেশন ৷ তবে, এ দিন সাংসদদের গ্রুপ ছবি তোলার সময় হঠাৎই জ্ঞান হারান বিজেপি সাংসদ নরহরি আমিন ৷ তবে, প্রাথমিক শুশ্রূষার পর তিনি ফের এ দিনের অনুষ্ঠানে সামিল হয়েছেন ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details