পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Goa Politics: বিজেপিতে যোগ দিলেই 40 কোটি ! গোয়ায় কংগ্রেসের ভাঙনে তৎপর সোনিয়া - গোয়া কংগ্রেস

বিজেপিতে যোগ দিলেই মিলবে 40 কোটি টাকা (Rs 40 crore to join BJP)! গোয়ায় (Goa Politics) কংগ্রেস বিধায়কদের এমনই প্রস্তাব দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ উঠল (Goa Congress)৷ এ দিকে রাজনৈতিক সংকট মোকাবিলায় মুকুল ওয়াসনিককে গোয়ায় পাঠালেন সোনিয়া গান্ধি (Sonia Gandhi sends Mukul Wasnik)৷

Rs 40 crore to join BJP: claims Goa Congress leader, Sonia Gandhi sends Mukul Wasnik to oversee 'defections'
বিজেপিতে যোগ দিলেই 40 কোটি ! গোয়ায় কংগ্রেসের ভাঙনে তৎপর সোনিয়া

By

Published : Jul 11, 2022, 11:23 AM IST

পানাজি, 11 জুলাই: বিজেপিতে যোগ দিলে মিলবে কড়কড়ে 40 কোটি টাকা (Rs 40 crore to join BJP)৷ গোয়ায় (Goa Politics) কংগ্রেসের বিধায়কদের কাছে এমনই প্রস্তাব গিয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন সেখানকার প্রাক্তন কংগ্রেস সভাপতি গিরীশ চোডানকার ৷ সূত্রের খবর, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতের নেতৃত্বে কংগ্রেসের অন্তত 6 জন বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন (Goa Congress)৷ উদ্ভূত রাজনৈতিক সংকট মোকাবিলায় দলের বিশ্বাসযোগ্য সৈনিক তথা সাংসদ মুকুল ওয়াসনিককে (Sonia Gandhi sends Mukul Wasnik) গোয়ায় পাঠিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে ৷

কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল টুইটে জানিয়েছেন, "কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি গোয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সাংসদ মুকুল ওয়াসনিককে সেখানে পাঠিয়েছেন ৷"

দলত্যাগের ষড়যন্ত্র করার অভিযোগে রবিবার গোয়া বিধানসভার বিরোধী দলনেতা মাইকেল লোবোকে বরখাস্ত করেছে কংগ্রেস ৷ দল বলেছে, বিজেপি দুই-তৃতীয়াংশের বিভাজন সৃষ্টি করতে চাইছে আর এ জন্য কংগ্রেসের বিধায়কদের মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছে ৷ বিজেপির সঙ্গে আঁতাত করে দিগম্বর কামাত ও লোবো দলত্যাগের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করে কংগ্রেস ৷ গোয়া কংগ্রেসের দায়িত্বে থাকা দীনেশ গুন্ডু রাও বলেছেন, "আমাদের দলের অনেককে বিরাট অর্থের লোভ দেখানো হচ্ছে ৷ যে টাকার প্রস্তাব দেওয়া দেওয়া হচ্ছে, তা দেখে চমকে গিয়েছি ৷ তবে আমাদের 6 জন বিধায়ক অনড় রয়েছেন, তাঁদের জন্য আমি গর্বিত ৷"

আরও পড়ুন:সমর্থন চেয়ে মমতা-সোনিয়া-পাওয়ারকে ফোন দ্রৌপদীর !

রাও জানিয়েছেন, "আমাদের নিজেদেরই দুই নেতা বিরোধী দলনেতা মাইকেল লোবো ও দিগম্বর কামাত এই ষড়যন্ত্রের নেতৃত্বে রয়েছেন ৷ তাঁরা দুজনেই বিজেপির সঙ্গে সম্পুর্ণ ভাবে যোগাযোগ রেখে চলেছেন ৷" শিগগিরই বিরোধী দলনেতা হিসেবে নতুন কোনও বিধায়ককে দায়িত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন রাও ৷ সাম্প্রতিক পরিস্থিতিতে কংগ্রেস কোনও ভাবেই দুর্বল হবে না বলে দাবি করে তিনি বলেন, "আমরা আরও দৃঢ়তার সঙ্গে বিষয়টি দেখছি ৷ ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থের জন্যই দু জন ব্যক্তি এই ষড়যন্ত্র করেছে, এটাই আমরা মানুষকে বোঝাব ৷"

ABOUT THE AUTHOR

...view details