অসম, 24 জানুয়ারি: গুয়াহাটি রেলস্টেশন থেকে দুটি পৃথক ঘটনায় পাঁচ শিশুকে উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া এক কিশোর ও চার কিশোরী চাকরির খোঁজে বাড়ি থেকে পালিয়েছিল বলে জানিয়েছে। তাদের সবাইকে চাইল্ডলাইনে পাঠিয়েছে পুলিশ।
শনিবার প্রেস বিবৃতিতে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখপাত্র শুভানান চন্দ জানিয়েছেন, এক মহিলা আরপিএফ কনস্টেবল শুক্রবার সকালে কর্তব্যরত অবস্থায় গুয়াহাটি রেলস্টেশনে ঢুকতে দেখেন এক কিশোরীকে। তাকে দেখে মানসিকভাবে বিপর্যস্ত বলে মনে হয়েছিল। শিশুটিকে জিজ্ঞাসাবাদের পর সে জানায়, চাকরির খোঁজে দিল্লিতে যাওয়ার জন্য বাড়িতে কিছু না জানিয়ে অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াঙের পাসিঘাটের বাড়ি থেকে সে পালিয়েছিল। মেয়েটির কাছ থেকে তার আধার কার্ড, স্কুলের পরিচয় পত্র, একটি স্মার্টফোন, দুটি ব্যাঙ্কের পাসবই, নগদ 1,430 টাকা ও কিছু জামাকাপড় উদ্ধার করা হয়েছে। গুয়াহাটি আরপিএফ সঙ্গে মেয়েটির দাদাকে ফোন করে গোটা ঘটনা জানান এবং শিশুটিকে পাঠিয়ে দেওয়া হয় গুয়াহাটি চাইল্ডলাইনের নিরাপদ আশ্রয়ে।