নয়াদিল্লি, 22 নভেম্বর: 71 হাজারেরও বেশি যুবক-যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi at Rozgar Mela)৷ গত এক মাসে এনডিএ-শাসিত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে (NDA-ruled states) এই রকম প্রচার অভিযান চলছে বলে জানান তিনি ৷ কেন্দ্রীয় সরকার আয়োজিত দ্বিতীয় 'রোজগার মেলা'য় প্রধানমন্ত্রী বলেন, "এটি ডাবল ইঞ্জিন সরকারের (Double Engine Government) দ্বিগুণ সুবিধা । যুবকদের কাছে নিয়োগপত্র হস্তান্তরের প্রচারাভিযান ক্রমাগত চলতে থাকবে ৷"
হিমাচলের সম্প্রতি সমাপ্ত হওয়া এবং গুজরাতের আসন্ন নির্বাচন-সহ বেশ কয়েকটি বিধানসভা নির্বাচনে বিজেপি প্রচারের হাতিয়ার করেছে ডাবল ইঞ্জিন সরকারকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্তদের মোট 71,056টি নিয়োগপত্র বিতরণ করেন । নির্বাচনী বিধি কার্যকর রয়েছে গুজরাত এবং হিমাচল প্রদেশে ৷ এই দুই রাজ্য ছাড়া গোটা দেশের 45টি জায়গায় নিয়োগ পত্রের কপি প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে ৷
প্রধানমন্ত্রী বলেন যে, গত এক মাসে শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল এবং এনডিএ-শাসিত রাজ্যগুলি হাজার হাজার যুবককে নিয়োগপত্র দিয়েছে । তাঁর কথায়, "গত এক মাসে শুধু মহারাষ্ট্র এবং গুজরাত হাজার হাজার নিয়োগপত্র দিয়েছে । কয়েকদিন আগে, উত্তরপ্রদেশ সরকারও বেশ কয়েকজন যুবককে নিয়োগপত্র দিয়েছে । জম্মু ও কাশ্মীর, লাদাখ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দাদরা এবং নগর হাভেলি, দমন ও দিউ, চণ্ডীগড়ও রোজগার মেলার আয়োজন করেছে এবং হাজার হাজার যুবককে চাকরি দিয়েছে ৷" গোয়া এবং ত্রিপুরার সরকারও যথাক্রমে 24 নভেম্বর এবং 28 নভেম্বর রোজগার মেলার আয়োজন করছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।