নয়াদিল্লি, 20 ডিসেম্বর: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (congress president Mallikarjun Kharge) 'কুকুর' ও 'বিড়াল' মন্তব্যের জেরে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা (Row in Parliament over Kharge remarks) ৷ রাজস্থানের আলওয়ারে তাঁর করা মন্তব্যের আঁচ এদিন পৌঁছয় নয়াদিল্লিতে সংসদের অন্দরে ৷ যদিও শাসক শিবির বিজেপি সাংসদদের দাবির মধ্যেও ক্ষমা চাইতে রাজি হননি কংগ্রেস সভাপতি (Kharge Remarks Row) ৷
খাড়গে এদিন নিজের পক্ষে যুক্তি দিয়ে জানান, তাঁর যে মন্তব্যগুলি নিয়ে কেন্দ্রের শাসক দলের এত আপত্তি তিনি তা সংসদের ভিতরে বলেননি, বলেছেন সংসদের বাইরে ৷ তাই এই বিষয়টি সংসদে আলোচনার প্রয়োজন পড়ে না ৷ মন্তব্যের জন্য ক্ষমা চাইতেও রাজি হননি তিনি ৷ তাঁর কথায়, "আমি রাজস্থানের আলওয়ারে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে যা বলেছি তা সংসদের বাইরে বলেছি ৷ সেটা আমার রাজনৈতিক বক্তব্য ৷ বিষয়টি এখানে আলোচিত হওয়ার প্রয়োজন নেই ৷