নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: 4 দিনের মার্কিন সফর শেষে আজ দুপুরে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার পালাম বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাল বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ অন্যান্য শীর্ষ নেতারা পালাম বিমানবন্দরে উপস্থিত ছিলেন ৷ বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে অংসখ্য বিজেপি সমর্থক উপস্থিত ছিলেন ৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি বিজেপির তরফে একটি অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল ৷
সেই অনুষ্ঠানে বিজেপি সভাপতি নাড্ডা বলেন, ‘‘ভারতকে এবার বিশ্বের অন্যান্য দেশ নতুনভাবে দেখবে ৷ আর এটা সম্ভব হয়েছে বিশ্বের উন্নয়নে প্রধানমন্ত্রীর অবদানের জন্য ৷’’ প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়েও এদিন বক্তব্য পেশ করেন নাড্ডা ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী তাঁদের কাছে বিশ্বের সকল সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে পেশ করেছেন এবং সেই সঙ্গে সন্ত্রাসবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানও স্পষ্ট করেছে ৷’’ পাশাপাশি চতুর্দেশী বৈঠক এবং রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার বিষয় নিয়েও বক্তব্য পেশ করেন নাড্ডা ৷ যেখানে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী দেশ এবং দেশবাসীর জন্য সম্মান অর্জন করেছেন ৷’’