রৌরকেল্লা (ওড়িশা), 12 সেপ্টেম্বর:এবার রেলওয়ে কোচে বসেই মিলবে রেস্তরাঁর আমেজ ৷ দুর্গাপুজোর আগে নয়া চমক নিয়ে হাজির হচ্ছে ওড়িশা রেল ৷ শীঘ্রই খুলে যাবে এই রেস্তরাঁ ৷ এখানে বসে খাওয়ার সুযোগ পাবেন পশ্চিম ওড়িশার রৌরকেল্লা শহরের বাসিন্দারা ৷ এমনটাই জানিয়েছেন রৌরকেল্লা রেলওয়ে স্টেশন ম্যানেজার প্রভাত দাস ৷ তাঁর কথায়, এ বছরই রেলওয়ে কোচে রেস্তরাঁ খুলতে চলেছে ৷ রৌরকেল্লা রেলওয়ে স্টেশনে এই রেস্তরাঁর দেখা মিলবে ৷ কলকাতার একটি সংস্থার উদ্যোগে রেস্তরাঁটি তৈরি হচ্ছে ৷ দুর্গাপুজার আগে অর্থাৎ অক্টোবর মাসে জনসাধারণের জন্য তার দরজা খুলে দেবে এই রেস্তরাঁ ৷
ব্যস্ততম রেলওয়ে স্টেশন রৌরকেল্লা ৷ জানা গিয়েছে, এই স্টেশনের উত্তর পাশের দ্বিতীয় গেটের কাছে রেস্তরাঁটি চালু করা হবে । প্রথম গেট বা প্রধান প্রবেশদ্বারকে রেস্তরাঁর জায়গা হিসাবে বেছে নেওয়া হয়েছিল ৷ তবে প্ল্যাটফর্ম 1-এ বেশ কয়েকটি রেস্তরাঁ এবং খাবারের দোকান রয়েছে ৷ তাই এই নতুন রেস্তারাঁর জন্য দ্বিতীয় গেটের কাছের জায়গা উপযুক্ত বলে মনে করেছে রেল ।
এই রেস্তরাঁর ফলে নিত্যযাত্রীদের অনেক সুবিধা হবে বলে আশা ওড়িশা রেলের ৷ সত্য দাস নামে এক নিত্যযাত্রী বলেন, "আমি খুব খুশি যে স্টেশনে এমন একটি অনন্য রেস্তরাঁ হতে চলেছে । এটি আমার মতো যারা প্রায়শই ট্রেনে যাতায়াত করে তাদের প্রচুর উপকার করবে । আমি আশা করি এটি সাশ্রয়ী মূল্যে ভালো খাবার পরিবেশন করবে ৷"