পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এবার মধ্যপ্রদেশের নদীতে ভাসমান দেহ, ছড়াল করোনা আতঙ্ক

এদিন মধ্যপ্রদেশের পান্না জেলায় রুচ নদীতে একধিক ভাসমান দেহ চোখে পড়ে স্থানীয়দের ৷ এখন অবধি 6টি দেহ মিলেছে বলে জানা গিয়েছে ৷

By

Published : May 11, 2021, 10:40 PM IST

Updated : May 11, 2021, 10:48 PM IST

roonjh-become-ganga-of-panna-found-more-than-6-dead-bodies-floating
roonjh-become-ganga-of-panna-found-more-than-6-dead-bodies-floating

পটনা, 11 মে: এবার মধ্যপ্রদেশের পান্না জেলার রুচ নদীতে দেখা গেল ভাসমান দেহ ৷ ঘটনায় করোনা আতঙ্ক ছড়াল এলাকায় ৷ এর আগে বিহারের বক্সার জেলায় গঙ্গা নদীতে ভাসমান দেহ মেলায় আতঙ্ক ছড়ায় ৷ সেই সময় স্থানীয় প্রশাসন জানিয়েছিল, হতে পারে দেহগুলি করোনা আক্রান্তদের ৷ দাহ করতে না পারায় তা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল ৷

এদিন মধ্যপ্রদেশের পান্না জেলায় রুচ নদীতে একধিক ভাসমান দেহ চোখে পড়ে স্থানীয়দের ৷ এখন অবধি 6টি দেহ মিলেছে জানা গিয়েছে ৷ আচমকা নদীতে ভাসমান দেহ মেলায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ পান্না জেলার নন্দনপুর গ্রামে নদীর পাড়ে ওই লাশগুলি ভেসে ওঠে ৷

আরও পড়ুন: পরিবারকে করোনা আক্রান্ত করার ভয়ে কর্নাটকে আত্মঘাতী দুই

গ্রামবাসীরা জানান, 3 থেকে 4দিন হয়ে গেল অজ্ঞাত পরিচয় দেহগুলি কেউ নিতে আসেনি ৷ আমরা নদীতে স্নান করতে পারছি না, নদীর জল ব্যবহার করতে পারছি না ৷ অনুমান করা হচ্ছে, দেহগুলি পান্না জেলার নদী তীরবর্তী কোনও গ্রামের বাসিন্দাদের ৷ স্থানীয় আশঙ্কা দেহগুলি করোনা আক্রান্তদের ৷

যদিও স্থানীয় প্রশাসন তা মানতে চায়নি ৷ পান্না জেলার এসপি ধর্মরাজ মীনা জানিয়েছেন, রুচ নদী থেকে 2টি অজ্ঞাত পরিচয় দেহ মিলেছে ৷ এর সঙ্গে করোনার কোনওরকম সম্পর্ক নেই ৷

Last Updated : May 11, 2021, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details