পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 20, 2021, 9:00 AM IST

ETV Bharat / bharat

Arrested DRDO scientist attempts suicide : রোহিণী আদালতের বিস্ফোরণকাণ্ডে ধৃত ডিআরডিও বিজ্ঞানীর আত্মহত্যার চেষ্টা

রোহিণী আদালতের বিস্ফোরণকাণ্ডে (Rohini Court blast) ধৃত ডিআরডিও বিজ্ঞানী ভারত ভূষণ কাটারিয়া জেলের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করলেন ৷ তাঁকে এইমসে ভর্তি করা হয়েছে ৷

Rohini Court blast case arrested-drdo-scientist-tries-to-kill-himself-admitted-to-aiims
রোহিণী আদালতের বিস্ফোরণকাণ্ডে ধৃত ডিআরডিও বিজ্ঞানীর আত্মহত্যার চেষ্টা

নয়াদিল্লি, 20 ডিসেম্বর : 9 ডিসেম্বর রাজধানীর রোহিণী আদালতের বিস্ফোরণে (Rohini Court blast) জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশের স্পেশাল সেল যে ডিআরডিও বিজ্ঞানীকে (Arrested DRDO scientist tries to kill himself ) গ্রেফতার করেছিল, তিনি আত্মহত্যার চেষ্টা করলেন ৷ জেলের শৌচালয়ের হাত ধোয়ার লিকুইড সাবান খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন জানা গিয়েছে ৷

পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ধৃত বিজ্ঞানী 47 বছরের ভারত ভূষণ কাটারিয়া (Bharat Bhushan Kataria) পুলিশের হেফাজতেই আত্মহত্যার চেষ্টা করেন ৷ শনিবার রাতে তিনি শৌচালয়ে গিয়ে লিকুইড হ্যান্ড ওয়াশ খেয়ে নেন ৷ পরে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ জ্ঞান ফিরলে তিনি জানান, তাঁর বমি হচ্ছিল, আর পেটে ব্যথা রয়েছে ৷ তখনই তড়িঘড়ি তাঁকে বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে স্থানান্তরিত করা হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়ান্সেসে (DRDO scientist in AIIMS)৷

আরও পড়ুন:Rohini Court Explosion : রোহিণী আদালতে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ডিআরডিও’র বিজ্ঞানী

পুলিশের ওই আধিকারিকের কথায়, "যখন পুলিশকর্মীরা তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন, তখনও ওই বিজ্ঞানী তাঁদের বলেন যে তিনি খারাপ কিছু খাননি ৷ যদিও পরে চিকিৎসক জানান, ভারত ভূষণ কাটারিয়া হ্যান্ড ওয়াশ খেয়েছেন ৷"

এইমসে তাঁর চিকিৎসা চলছে এবং তাঁর অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তাররা ৷ তাঁর সব গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্বাভাবিক রয়েছে ৷ সোমবার তাঁকে দেখবেন আরও শীর্ষ ডাক্তাররা ৷ এরপরই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে ৷ হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর তাঁকে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন :Rohini Court Explosion : দিল্লির রোহিনী আদালতে বিস্ফোরণ, জখম 1

গত 9 ডিসেম্বর রোহিণী আদালতের 102 নম্বর কোর্ট রুমের ভিতরে একটি বিস্ফোরণ হয় ৷ এই ঘটনায় এক ব্যক্তি আহত হন ৷ অভিযোগ, নিজের প্রতিবেশীকে মারার জন্য একটি টিফিন বক্সের ভিতরে বিস্ফোরক ভরে সেটি কোর্টরুমে রেখেছিলেন ধৃত বিজ্ঞানী ৷ তাঁকে শুক্রবার দিল্লি পুলিশ গ্রেফতার করে ৷

ABOUT THE AUTHOR

...view details