নয়াদিল্লি, 20 ডিসেম্বর : 9 ডিসেম্বর রাজধানীর রোহিণী আদালতের বিস্ফোরণে (Rohini Court blast) জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশের স্পেশাল সেল যে ডিআরডিও বিজ্ঞানীকে (Arrested DRDO scientist tries to kill himself ) গ্রেফতার করেছিল, তিনি আত্মহত্যার চেষ্টা করলেন ৷ জেলের শৌচালয়ের হাত ধোয়ার লিকুইড সাবান খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন জানা গিয়েছে ৷
পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ধৃত বিজ্ঞানী 47 বছরের ভারত ভূষণ কাটারিয়া (Bharat Bhushan Kataria) পুলিশের হেফাজতেই আত্মহত্যার চেষ্টা করেন ৷ শনিবার রাতে তিনি শৌচালয়ে গিয়ে লিকুইড হ্যান্ড ওয়াশ খেয়ে নেন ৷ পরে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ জ্ঞান ফিরলে তিনি জানান, তাঁর বমি হচ্ছিল, আর পেটে ব্যথা রয়েছে ৷ তখনই তড়িঘড়ি তাঁকে বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে স্থানান্তরিত করা হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়ান্সেসে (DRDO scientist in AIIMS)৷
আরও পড়ুন:Rohini Court Explosion : রোহিণী আদালতে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ডিআরডিও’র বিজ্ঞানী