মোহালি, 10 মে : পঞ্জাবের মোহালিতে পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরের বাইরে গ্রেনেড হামলা । ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা 7.45 নাগাদ । পঞ্জাব সরকার জানিয়েছে, জঙ্গিরা এই হামলায় জড়িত নয় । দফতরের সামনের রাস্তায় রকেট চালিত গ্রেনেড হামলায় ঘটনাটি ঘটেছে (RPG hits Punjab Police Intelligence wing HQ) ।
সরকারি বিবৃতিতে মোহালি পুলিশ জানিয়েছে, সন্ধ্যা 7.45 নাগাদ এসএএস নগরের সেক্টর 77-এ পঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দফতরে একটি বিস্ফোরণ হয় । তবে কোনও হতাহতের খবর নেই । ঘটনার পরই বিস্ফোরণস্থল ঘিরে ফেলে পুলিশ । ফরেন্সিক দল ঘটনাস্থলে রয়েছে ।
মোহালির পুলিশ সুপার হরবিন্দর সান্ধু জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুই সন্দেহভাজন একটি গাড়িতে গোয়েন্দা অফিস ভবন থেকে প্রায় 80 মিটার দূরে দাঁড়ায় ৷ সেখান থেকে আরপিজি হামলা শুরু হয় । যদিও রকেট চালিত গ্রেনেডটির নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল না ৷ রাজ্যের গোয়েন্দা আধিকারিকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন । রাজ্যে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে।