নয়াদিল্লি, 14 অগস্ট: 2019 সালের লোকসভা নির্বাচনের কিছু আগে সক্রিয় রাজনীতিতে নামেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ কিন্তু এখনও তিনি নির্বাচনী ময়দানে নামেননি ৷ তাঁর স্বামী রবার্ট বঢরা মনে করেন যে 2024 সালের লোকসভা নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করা উচিত প্রিয়াঙ্কার ৷ সোনিয়া-তনয়া লোকসভার সদস্য হলে মানুষেরও ভালো লাগবে বলে মনে করেন রবার্ট ৷
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রবার্ট বঢরা বলেন, ‘‘আমার মনে হয় প্রথমে প্রিয়াঙ্কার আসা উচিত ৷ লোকসভায় প্রতিনিধি দলে ওঁরও ভালো লাগবে ৷...আমি অবশ্যই চাইব যে উনি লোকসভায় লড়াই করুক ৷ আর দল চাইবে সেই অনুষায়ী উনি পদক্ষেপ করুন ৷ সংসদই ওঁর সঠিক জায়গা ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ সোমবারই প্রিয়াঙ্কার ভোটে লড়া নিয়ে মন্তব্য করেছেন ৷ তাঁর মতে, প্রিয়াঙ্কা যদি উত্তরপ্রদেশের বারাণসী থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেরে যাবেন ৷ 2014 ও 2019 সালে ওই কেন্দ্র থেকেই জিতেছেন নরেন্দ্র মোদি ৷ সঞ্জয়ের পাশাপাশি এবার রবার্ট বঢরাও একই কথা বললেন ৷
আরও পড়ুন:বারাণসী থেকে লড়লে মোদিকে হারিয়ে দেবেন প্রিয়াঙ্কা, মত সঞ্জয় রাউতের
একই সঙ্গে তাঁর মতে, উত্তরপ্রদেশের আমেঠি বা সুলতানপুর থেকে ভোটে লড়া উচিত প্রিয়াঙ্কার ৷ তবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন, সেই অনুযায়ী পুরো বিষয়টি হওয়া উচিত বলেও তিনি মনে করেন ৷ উল্লেখ্য, আমেঠির সাংসদ ছিলেন রাহুল গান্ধি ৷ 2019 সালে ওই কেন্দ্রে তিনি হেরে যান ৷ সেখানে এখন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ ফলে ওই আসনে রাহুল কি আবার ফিরবেন, নাকি 2024-এও তিনি কেরালার ওয়েনাড় থেকে ভোটে লড়বেন, সেটা অবশ্য স্পষ্ট নয় ৷ তিনি আমেঠিতে না লড়লে, প্রিয়াঙ্কা গান্ধির আমেঠি থেকে প্রার্থী হওয়ায় কোনও বাধা থাকবে না ৷
তবে ধোঁয়াশা রয়েছে সুলতানপুর আসনটিকে নিয়ে ৷ কারণ, 2014 সালে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন প্রিয়াঙ্কার খুড়তুতো ভাই বরুণ গান্ধি ৷ বরুণের মা মানেকা গান্ধি সেবার পিলভিট থেকে জেতেন ৷ 2019 সালে মা-ছেলের কেন্দ্র অদলবদল করে দেয় বিজেপি ৷ ফলে এখন প্রয়াত সঞ্জয় গান্ধির ছেলে বরুণ পিলভিটের সাংসদ ৷ আর সঞ্জয়-জায়া মানেকা সুলতানপুরের সাংসদ ৷ ফলে 2024-এও যদি তিনি সেখানে বিজেপির প্রার্থী হন, তাহলে প্রিয়াঙ্কা কি রাজি হবেন ভোটের ময়দানে কাকিমার বিরুদ্ধে সরাসরি লড়াই করতে !
শেষ পর্যন্ত কী হবে, তা তো সময়ই বলবে ৷ কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে পরবর্তী লোকসভা ভোটে রবার্টকেও প্রতিন্দ্বন্দ্বিতা করতে দেখা যাবে ৷ এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন সোনিয়ার জামাই ৷ তবে এর আগে 2022 সালের মার্চে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি ৷ তিনি জানিয়েছিলেন যে উত্তরপ্রদেশের মোরাদাবাদ বা অন্য কোনও আসন থেকে ভোটে লড়তে চান ৷ সেই মত এখন কেন বদলে গেল, সেই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয় ৷
আরও পড়ুন:'বনবাসী' তকমা দিয়ে 'আদিবাসী'দের জঙ্গলে বেঁধে রাখতে চাইছে বিজেপি, তোপ রাহুলের