দিল্লি, 22 ফেব্রুয়ারি : জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষ জেরবার । এবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন সোনিয়া গান্ধির জামাই এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার স্বামী রবার্ট বঢ়রা । আজ সকালে তাঁকে রাজধানী দিল্লির রাস্তায় সাইকেল নিয়ে বেরোতে দেখা যায় । খান মার্কেট থেকে নিজের কর্মস্থল পর্যন্ত সাইকেল চালিয়ে যেতে দেখা যায় ।
রবার্ট বঢ়রা প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, "এসি গাড়ি থেকে বেরিয়ে আসা দরকার । সাধারণ মানুষ কীভাবে ভুগছে ! এর পর আপনি জ্বালানির মূল্য হ্রাস করবেন । সবকিছুর জন্য আগের সরকারকে দোষারোপ করেন ।"