দিদওয়ানা, 7 নভেম্বর:বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মঙ্গলবার রাজস্থানের নবগঠিত জেলা দিদওয়ানাতে বিধানসভা নির্বাচনের ভোট প্রচারে গিয়েছিলেন অমিত শাহ ৷ এদিন সেখানে তাঁর রোড শো করার কথা ছিল ৷ কিন্তু তার আগেই ঘটে দুর্ঘটনা ৷ যে রথে এদিন সওয়ার ছিলেন অমিত শাহ, তা ধাক্কা মারে রাস্তার ধারের একটি বিদ্যুৎস্তম্ভে ৷ এরপর তড়িঘড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই গাড়ি থেকে নামিয়ে অন্য গাড়িতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা ৷ বাতিল করা হয় তাঁর এদিনের রোড শো-টিও ৷
এদিন দিদওয়ানার মকরানা অঞ্চলে দলীয় প্রার্থী সুনীতা ভিনচরের একটি জনসভা করেন অমিত শাহ ৷ এরপর সেখান থেকে তিনি পর্বতসারের উদ্দেশ্যে রওনা হন ৷ সেখানে তাঁর একটি চৌপল কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল ৷ কিন্তু সেখানে যাওয়ার পথেই ওই রথ বা বিশেষভাবে তৈরি গাড়িটি রাস্তার ধারের একটি বাতিস্তম্ভে ধাক্কা মারে ৷ যদিও এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি ৷