কানপুর, 9 জুন : পথ দুর্ঘটনায় কানপুরে 17 জনের মৃত্যু ৷ দুর্ঘটনাটি ঘটেছে কানপুর-এলাহাবাদ হাইওয়েতে ৷ উত্তরপ্রদেশের সাচেন্দি এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ জানিয়েছে, আরও 6 জন গুরুতর জখম হয়েছেন ৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা অতি সংকটজনক ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় শোক জ্ঞাপন করেছেন ৷ একইসঙ্গে দু’জনেই মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ৷
কানপুর আউটারের এসপি অস্তভুজা প্রসাদ সিং বলেন, কিষাণ নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ একটি দ্রুতগতির বাস রাস্তার ধরে দাঁড়িয়ে থাকা একটি জেসিবিকে ধাক্কা মারে ৷ ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, জেসিবিটি হাইওয়ের অন্যপ্রান্তে ছিটকে পড়ে ৷ বাসটিও উল্টে একটি পরিখাতে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন ৷
প্রশাসনের এক মুখপাত্র বলেন, মুখ্যমন্ত্রী দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন ৷ এবং আধিকারিকদের দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন ৷ এছাড়া পুরো ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷