কুরুক্ষেত্র, 28 মার্চ: পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল 3 জনের, আহত হয়েছেন 8 জন ৷ সোমবার ঘটনাটি ঘটে কুরুক্ষেত্রে (Road Accident In Kurukshetra) ৷ আহতদের কুরুক্ষেত্রের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে চিকিৎসার জন্য় নিয়ে যাওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, এদিন কুরুক্ষেত্র ধান্ড সড়কের উপর দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় । একটি গাড়ির আরোহী এক যুবতী ঘটনাস্থলেই মারা যান ৷ অন্য গাড়িতে থাকা 9 জনের মধ্যে একজন চিকিৎসা চলাকালীন মারা যান বলে খবর । তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি তা জানা যায়নি । পুলিশ সূত্রে খবর, এক আত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করে হরিদ্বার থেকে পাঞ্জাবের সামনায় যাচ্ছিল 9 জনের একটি দল ৷ কুরুক্ষেত্রের কাছে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷ তবে অন্য গাড়িটিতে থাকা লোকজনের সম্পর্কে তথ্য পাওয়া যায়নি । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷