পশ্চিমবঙ্গ

west bengal

UP Road Accident : পশুকে বাঁচাতে গিয়ে ঝাঁসিতে পথ দুর্ঘটনা, মৃত 11

By

Published : Oct 15, 2021, 6:50 PM IST

Updated : Oct 15, 2021, 7:27 PM IST

দশেরায় উত্তরপ্রদেশের ঝাঁসিতে পথ দুর্ঘটনায় 11 জনের মৃত্যু ৷ 60 জনেরও বেশি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

UP Road Accident
UP Road Accident

ঝাঁসি (উত্তরপ্রদেশ), 15 অক্টোবর : ঝাঁসি জেলার চিরগাঁও থানা এলাকায় সড়ক দুর্ঘটনা ৷ একটি পশুকে বাঁচাতে গিয়ে একটি যাত্রী বোঝাই ট্রাক্টর-ট্রলি উল্টে যায় ৷ ফলে ঘটনাস্থলেই 11 জনের মৃত্যু হয় ৷ এই ঘটনায় 60 জনেরও বেশি আহত হয়েছেন ৷ তাঁদের সকলকেই ঝাঁসি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ৷

যাত্রীবোঝাই ট্রাক্টর ট্রলিটি পাণ্ডোখার থেকে চিরগাঁও যাচ্ছিল৷ সেই সময় রাস্তায় গাড়ির সামনে হঠাৎ একটি পশু চলে আসে ৷ সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাক্টরের চালক ৷ ফলে ট্রাক্টরটি উল্টে যায় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ এরপর স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত সকলকে উদ্ধার করে ঝাঁসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা 11 জনকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতদের মধ্যে 7 জন মহিলা ও 4 জন শিশু রয়েছে ৷

এই ঘটনায় 60 জনেরও বেশি আহতরা ঝাঁসি মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন ৷ ঝাঁসির চিরগাঁওয়ের এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা আধিকারিকদের নির্দেশ দেন ৷

আরও পড়ুন :Chhattisgarh : ছত্তিশগড়ে দশেরার শোভাযাত্রায় মানুষকে পিষে দিল গাড়ি, মৃত 4

Last Updated : Oct 15, 2021, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details