মুম্বাই, 28 মে:দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধনে যে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক আচার অনুষ্ঠান দেখা গিয়েছে, তা নিয়েই এবার কটাক্ষ ছুড়ে দিলেন শরদ পাওয়ার ৷ তাঁর স্পষ্ট অভিযোগ, নয়া সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে যে আচার অনুষ্ঠান দেখা গিয়েছে, তার জেরে দেশ আরও কয়েক দশক পিছিয়ে গেল ৷ আর দেশকে বর্তমান কেন্দ্রের শাসকদল পিছিয়ে নিয়ে যাচ্ছে বলেও সরাসরি অভিয়োগ করেন এনসিপি প্রধান ৷
রবিবার দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন রীতিমতো হোম যজ্ঞ, পূজার্চনার মধ্য দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় ৷ ঐতিহাসিক কর্মকাণ্ডের অংশীদার ছিলেন প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ পুজো-পাঠের পর লোকসভার অধ্যক্ষের চেয়ারের পাশে স্থাপন করা হয় রাজদণ্ড বা সেঙ্গল ৷ এদিনের গোটা অনুষ্ঠানেই একাধিক সাধু সন্তদের উপস্থিতি যেমন দেখা গিয়েছে, তেমনই বৈদিক মন্ত্রোচ্চারণও শোনা গিয়েছে সংসদ ভবনজুড়ে ৷ সর্বধর্ম প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়েছে এদিনের অনুষ্ঠানে ৷ আর তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক ৷ এদিন এনসিপি সভাপতি শরদ পাওয়ার জানান, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটি বৈজ্ঞানিক ভিত্তির আধুনিক সমাজ এবং দেশের কল্পনা করেছিলেন ৷ কিন্তু নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যা ঘটল তা এই ধারণার পরিপন্থী বলেই জানাচ্ছেন পাওয়ার।