পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: বাড়ছে কোভিড, নিজেদের যত্ন নিন; কারণ কেন্দ্র বিক্রিবাটায় ব্যস্ত : রাহুল - কোভিড 19

কেন্দ্র কোভিড (Covid 19) সামাল দিতে কিছুই করছে না ৷ কারণ তারা সবকিছু বিক্রির দিকেই বেশি মনোযোগী ৷ টুইটে এমনই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷

rising-covid-worrying-take-care-government-busy-with-sales-says-rahul-gandhi
বাড়ছে কোভিড, নিজেদের যত্ন নিজেরাই নিন; কেন্দ্র বিক্রিবাটায় ব্যস্ত : রাহুল

By

Published : Aug 26, 2021, 3:46 PM IST

নয়াদিল্লি, 26 অগস্ট: দেশের কোভিড (Covid 19) পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ একইসঙ্গে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন (National Monitization Pipeline) নিয়েও কেন্দ্রকে ঠুকেছেন তিনি ৷ টুইটে তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার এখন বিক্রিবাটা নিয়ে ব্যস্ত ৷ তাই কোভিড পরিস্থিতি মোকাবিলা নাগরিকদের নিজেদেরকেই করে নিতে হবে ৷ ’’

আজ সকালে টুইটে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন রাহুল গান্ধি ৷ তিনি লেখেন, "কোভিড সংক্রমণের সংখ্যার বৃদ্ধি উদ্বেগের ৷ পরবর্তী ঢেউ সামাল দিয়ে টিকাকরণের গতিকে শীর্ষে নিয়ে যেতে হবে ৷ অনুগ্রহ করে নিজেদের যত্ন নিজেরাই নিন ৷ কারণ কেন্দ্রীয় সরকার এখন বিক্রিবাটা নিয়ে ব্যস্ত রয়েছে ৷"

আরও পড়ুন:Corona in India : দৈনিক সংক্রমণের সত্তরভাগ কেরালায়, দুশ্চিন্তা বাড়াচ্ছে 'ঈশ্বরের আপন দেশ'

অতিমারি সামাল দিতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ ৷ এই অভিযোগে বিভিন্ন সময়ে নরেন্দ্র মোদি ও বিজেপির সমালোচনা করেছেন রাহুল গান্ধি ৷ এ ছাড়াও টিকার দাম, ডোজের ঘাটতি ও অর্থনীতির উপর কোভিডের প্রভাব নিয়েও সরব হয়েছেন রাগা ৷

বাড়ছে কোভিড, নিজেদের যত্ন নিজেরাই নিন; কেন্দ্র বিক্রিবাটায় ব্যস্ত : রাহুল

সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাজকোষ ভরাতে যে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন কর্মসুচির ঘোষণা করেছে, তা নিয়েও দিনকয়েক আগে খড়্গহস্ত হয়েছিলেন রাহুল ৷ বলেছিলেন, "বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে, গত 70 বছরে দেশে কিছুই হয়নি ৷ তবে গত 70 বছরেরও বেশি সময় ধরে গড়ে তোলা সম্পত্তি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷"

আরও পড়ুন:Rahul Gandhi: সব বিক্রি করে দিলেন মোদি, জাতীয় মনিটাইজেশন পাইপলাইন নিয়ে তোপ রাহুলের

ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন কর্মসূচি ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ এই প্রকল্পের অধীনে বেশ কিছু সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থাগুলিকে ভাড়া দেবে কেন্দ্র ৷ সম্পত্তির সত্ত্বাধিকার থাকবে কেন্দ্রের হাতেই ৷ শুধু নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেওয়া হবে বলে জানানো হয় ৷ এই ঘোষণার পরই রাহুল কেন্দ্রকে নিশানা করে বলেন, "নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ভারতের মুকুটের মূল্যবান পাথরগুলি বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ৷ ইউপিএ যা তৈরি করেছিল, তা ওরা ধ্বংস করছে ৷ সবকিছু বিক্রি করে দিচ্ছে ৷ " বিজেপি বেসরকারিকরণের পরিকল্পনার মাধ্যমে মূল ক্ষেত্রগুলিতে একাধিপত্য আনতে চাইছে বলে দাবি করেন রাহুল ৷ এই বিষয় নিয়েই আজও কেন্দ্রকে বিঁধেছেন তিনি ৷ সবকিছু বিক্রির দিকে মন দিতে গিয়ে সরকার কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থা করছে না বলে অভিযোগ তাঁর ৷

আরও পড়ুন:National Monetization Pipeline : সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলের

এ দিকে, দেশে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে বেড়েছে ৷ আক্রান্ত হয়েছেন 46 হাজার 164 জন ৷ যার মধ্যে 31 হাজারের বেশি সংক্রমণ হয়েছে শুধু কেরালায় ৷ গতকাল সংক্রমিতের সংখ্যা ছিল 37 হাজার 593 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 607 জনের ৷

আরও পড়ুন :Indian Army : সেনাবাহিনীতে আরও মজবুত স্ত্রী শক্তি, তিন বিভাগ থেকে প্রথমবার কর্নেল পাঁচ মহিলা

ABOUT THE AUTHOR

...view details