নয়াদিল্লি, 2 জুন: জিএসটি নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম ৷ জিএসটির মাধ্যমে কর ব্যবস্থাকে খারাপ আইনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷
চিদম্বরম টুইট করে বলেছেন, "GST একটা ভালো ভাবনা হিসেবে শুরু হয়েছিল ৷ বিজেপি একে একটা খারাপ আইনে পরিণত করেছে ৷ এর দ্বারা ভয়ংকর হারে কর নেওয়া হচ্ছে ৷ আইনটি এমনভাবে প্রয়োগ করা হয়েছে যাতে, কর আদায়কারী অফিসাররা শেয়ালের মতো শিকার ধরতে যেতে পারেন ৷ প্রত্যেক ব্যবসায়ী করফাঁকি দিচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে ৷"