পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

RIP GST, একে খারাপ আইনে পরিণত করেছে বিজেপি: চিদম্বরম - পি চিদম্বরম

GST-র ভাবনাটাকেই নষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ টুইটে এই ভাষাতেই কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম ৷

rip-gst-bjp-converted-it-into-bad-law-says-p-chidambaram
RIP GST, একে খারাপ আইনে পরিণত করেছে বিজেপি: চিদম্বরম

By

Published : Jun 2, 2021, 7:14 PM IST

Updated : Jun 2, 2021, 7:33 PM IST

নয়াদিল্লি, 2 জুন: জিএসটি নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম ৷ জিএসটির মাধ্যমে কর ব্যবস্থাকে খারাপ আইনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

চিদম্বরম টুইট করে বলেছেন, "GST একটা ভালো ভাবনা হিসেবে শুরু হয়েছিল ৷ বিজেপি একে একটা খারাপ আইনে পরিণত করেছে ৷ এর দ্বারা ভয়ংকর হারে কর নেওয়া হচ্ছে ৷ আইনটি এমনভাবে প্রয়োগ করা হয়েছে যাতে, কর আদায়কারী অফিসাররা শেয়ালের মতো শিকার ধরতে যেতে পারেন ৷ প্রত্যেক ব্যবসায়ী করফাঁকি দিচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে ৷"

আরও পড়ুন:কেন্দ্র-রাজ্য চাপানউতোরের জেরে শাস্তির মুখে আলাপন

কেন্দ্র জিএসটি-র ভাবনাটাকেই শেষ করে দিয়েছে বলে তোপ দেগেছেন চিদম্বরম ৷ GST বাস্তবায়ন কমিটির সমালোচনা করার পাশাপাশি তিনি আরও লিখেছেন, "কেন্দ্রীয় অর্থমন্ত্রী গ্রুপ অফ মিনিস্টার্সকে এনডিএ-এর বর্ধিত রূপ হিসেবে ধরে নিয়ে সে ভাবেই আচরণ করেন ৷ যে অর্থমন্ত্রীরা বিপরীত মতপোষণ করেন, তাঁদের সঙ্গে স্কুলের ছাত্রের মতো ব্যবহার করা হয় ৷ চিরবিশ্রামে গিয়েছে জিএসটি-র ভাবনা ৷"

Last Updated : Jun 2, 2021, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details