পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bajrang Dal attacks MP School : পরীক্ষা চলাকালীন স্কুলে তাণ্ডব বজরং দলের, পালিয়ে বাঁচল পড়ুয়ারা - মধ্যপ্রদেশের স্কুলে তাণ্ডব

পরীক্ষা চলাকালীন মধ্যপ্রদেশের একটি স্কুলে (Madhya Pradesh School) তাণ্ডব চালাল বজরং দল (Bajrang Dal attacks MP School)-সহ বেশ কয়েকটি হিন্দু সংগঠন (Right-Wing Mob Attacks Madhya Pradesh School)৷ কয়েকশো লোককে নিয়ে দিয়ে হামলা চালানো হয় ৷

Right-Wing Mob Attacks Madhya Pradesh School when students taking exam
পরীক্ষা চলাকালীন স্কুলে তাণ্ডব বজরং দলের, পালিয়ে বাঁচল পড়ুয়ারা

By

Published : Dec 7, 2021, 8:58 AM IST

Updated : Dec 7, 2021, 9:31 AM IST

বিদিশা (মধ্যপ্রদেশ), 7 ডিসেম্বর : স্কুলে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অঙ্ক পরীক্ষা চলাকালীন কয়েকশো মানুষকে নিয়ে হামলা চালাল বজরং দল (Bajrang Dal attacks MP School)-সহ বেশ কয়েকটি হিন্দু সংগঠন (Right-Wing Mob Attacks Madhya Pradesh School) ৷ দেদার চলল ইটবৃষ্টি, ভাঙচুর ৷ কোনওক্রমে পালিয়ে বাঁচল ছাত্ররা ৷

মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদায় ক্রিশ্চিয়ান মিশনারিজ স্কুল সেন্ট জোসেফে (Madhya Pradesh School) তাণ্ডব চালানো হয়েছে ৷ স্কুলে ছাত্রদের ধর্মান্তরিত করা হচ্ছে, এই অভিযোগে সেখানে দলবল নিয়ে আক্রমণ করে কট্টর হিন্দু সংগঠনগুলি ৷ সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছিল যে, 8 জন ছাত্রকে ধর্মান্তরিত করিয়েছে ওই প্রতিষ্ঠান ৷ তারপরই দলবল নিয়ে হামলা চালায় হিন্দু সংগঠনগুলি ৷

সেলফোনের ফুটেজে দেখা গিয়েছে, বিরাট সংখ্যক মানুষ স্কুলের বাইরে দাঁড়িয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ৷ বিক্ষোভ থামাতে পুলিশ সবাইকে সরানোর চেষ্টা করছে ৷ পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীরা কোনওক্রমে পালাতে সক্ষম হন ৷ বিক্ষোভকারীদের ছোড়া ইটে তখন একের পর এক ভাঙছে স্কুলের জানালার কাচ ৷ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পড়ুয়া ৷ একজন সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছে, "আমাদের মনঃসংযোগ ভেঙে যায় ৷ ভয় পেয়ে পালাই ৷ আমাদের পরীক্ষা আবার নিতে হবে ৷"

আরও পড়ুন:Bobby Deol : ববি দেওলের শুটিং সেটে বজরং দলের তাণ্ডব, পরিচালক প্রকাশ ঝায়ের উপর কালি

স্কুলের ম্যানেজার ব্রাদার অ্যান্টনির দাবি, স্থানীয় সংবাদমাধ্যমের দ্বারা তিনি আগেই খবর পেয়েছিলেন যে স্কুলে হামলা চালানো হবে ৷ সে জন্য আগে থেকেই তিনি পুলিশ ও জেলা প্রশাসনকে সতর্ক করে রেখেছিলেন ৷ তবে তা সত্ত্বেও পুলিশ যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করেনি বলে তাঁর অভিযোগ ৷ ধর্মান্তরিত করার দাবিকেও নস্যাৎ করে দিয়ে তিনি বলেছেন, অভিযোগে উল্লেখ করা কোনও নামের সঙ্গে স্কুলের কোনও ছাত্রের নামের মিল নেই ৷

যদিও বজরং দলে স্থানীয় নেতা নীলেশ আগরওয়াল ধর্মান্তরিত করার অভিযোগের তদন্তের দাবি করেছেন ৷ তাঁর কথায়, "যদি দেখা যায় যে স্কুল এ ব্যাপারে জড়িত, তাহলে সেটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া উচিত ৷" হামলার ঘটনার পর স্কুলের বাইরে পুলিশি পাহারা বসানো হয়েছে ৷ যারা ভাঙচুর চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন:BJP Demand for Gorkhaland : পৃথক উত্তরবঙ্গ রাজ্য চাই, নাড্ডাকে চিঠি পাঠালেন কার্শিয়াংয়ের বিধায়ক

সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রোশন রাই জানিয়েছেন, ধর্মান্তরকরণের অভিযোগের তদন্ত শুরু হয়েছে ৷ এ ব্যাপারে স্কুলের ম্যানেজমেন্টকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ বিদিশার ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে স্কুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আগেই তার তদন্ত দাবি করেছিল শিশু অধিকারের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্বে থাকা জাতীয় কমিশন ৷

Last Updated : Dec 7, 2021, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details