বিদিশা (মধ্যপ্রদেশ), 7 ডিসেম্বর : স্কুলে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অঙ্ক পরীক্ষা চলাকালীন কয়েকশো মানুষকে নিয়ে হামলা চালাল বজরং দল (Bajrang Dal attacks MP School)-সহ বেশ কয়েকটি হিন্দু সংগঠন (Right-Wing Mob Attacks Madhya Pradesh School) ৷ দেদার চলল ইটবৃষ্টি, ভাঙচুর ৷ কোনওক্রমে পালিয়ে বাঁচল ছাত্ররা ৷
মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদায় ক্রিশ্চিয়ান মিশনারিজ স্কুল সেন্ট জোসেফে (Madhya Pradesh School) তাণ্ডব চালানো হয়েছে ৷ স্কুলে ছাত্রদের ধর্মান্তরিত করা হচ্ছে, এই অভিযোগে সেখানে দলবল নিয়ে আক্রমণ করে কট্টর হিন্দু সংগঠনগুলি ৷ সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছিল যে, 8 জন ছাত্রকে ধর্মান্তরিত করিয়েছে ওই প্রতিষ্ঠান ৷ তারপরই দলবল নিয়ে হামলা চালায় হিন্দু সংগঠনগুলি ৷
সেলফোনের ফুটেজে দেখা গিয়েছে, বিরাট সংখ্যক মানুষ স্কুলের বাইরে দাঁড়িয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ৷ বিক্ষোভ থামাতে পুলিশ সবাইকে সরানোর চেষ্টা করছে ৷ পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীরা কোনওক্রমে পালাতে সক্ষম হন ৷ বিক্ষোভকারীদের ছোড়া ইটে তখন একের পর এক ভাঙছে স্কুলের জানালার কাচ ৷ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পড়ুয়া ৷ একজন সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছে, "আমাদের মনঃসংযোগ ভেঙে যায় ৷ ভয় পেয়ে পালাই ৷ আমাদের পরীক্ষা আবার নিতে হবে ৷"
আরও পড়ুন:Bobby Deol : ববি দেওলের শুটিং সেটে বজরং দলের তাণ্ডব, পরিচালক প্রকাশ ঝায়ের উপর কালি