নয়াদিল্লি, 26 অক্টোবর: বিয়ের পর পারিবারিক হুমকির মুখে পড়ায় এক দম্পতিকে পুলিশি সুরক্ষা প্রদান করার অনুমতি দিল দিল্লি হাইকোর্ট ৷ আদালত বলেছে যে, একজন প্রাপ্তবয়স্ক যদি নিজের পছন্দের একজনকে বিয়ে করতে চান তবে সেই অধিকার অস্বীকার করা যাবে না এবং এটি সাংবিধানিকভাবে সুরক্ষিত ৷ এমনকি পরিবারের সদস্যরাও এ ধরনের বৈবাহিক বন্ধনে আপত্তি করতে পারেন না ।
সাম্প্রতিক আদেশে বিচারপতি তুষার রাও গেদেলা বলেন যে, রাজ্য তার নাগরিকদের সুরক্ষা প্রদানের জন্য একটি সাংবিধানিক বাধ্যবাধকতার অধীনে রয়েছে এবং হাইকোর্ট একটি সাংবিধানিক আদালত হওয়ায় দম্পতির সাংবিধানিক অধিকারকে আরও সুরক্ষিত রাখা নিশ্চিত করা হবে ৷ আদালতের কথায়, "আবেদনকারীদের তাঁদের নিজের পছন্দের একজনকে বিয়ে করার অধিকার সংবিধানের অধীনে অনির্দিষ্ট এবং সুরক্ষিত, যা কোনওভাবেই লঙ্ঘন করা যাবে না ৷"
পুলিশির সুরক্ষার জন্য আবেদনকারী দম্পতি যে আর্জি জানিয়েছিলেন সে বিষয়ে আদালত বলেছে, "আবেদনকারীদের মধ্যে বিয়ের বাস্তবতা এবং তাঁরা যে প্রাপ্তবয়স্ক সে বিষয়ে কোনও সন্দেহ নেই । কেউ, এমনকি পরিবারের সদস্যরাও এই ধরনের সম্পর্ক বা আবেদনকারীদের মধ্যে বৈবাহিক সম্পর্কের বিষয়ে আপত্তি করতে পারেন না ৷" আবেদনকারীরা জানিয়েছেন যে, তাঁরা এপ্রিলে বাবা-মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন ৷ তারপর থেকে তাঁরা সুখে বসবাস করছেন ৷ তবে তখন থেকেই পরিবারের সদস্যদের বিশেষ করে আবেদনকারী মহিলার মায়ের হুমকির মধ্যে কাটাতে হচ্ছে তাঁদের ৷