পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বন্দিরও সন্তানধারণের মৌলিক অধিকার আছে, অপরাধীকে প্যারোলে মুক্তি দিল দিল্লি হাইকোর্ট - High Court

Delhi High Court: দোষীরও সন্তানধারণের অধিকার রয়েছে ৷ এই অধিকার বেঁচে থাকার অধিকারের মধ্যেই পড়ে ৷ তাই সবদিক পর্যবেক্ষণ করে আদালত এক দোষীকে প্যারোলে মুক্তি দিল ৷

ETV Bharat
সন্তানধারণের জন্য বন্দিকে পেরোলে মুক্তি দিল আদালত

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 10:11 PM IST

নয়াদিল্লি, 28 ডিসেম্বর:দোষী হলেও তার বাবা হওয়ার অধিকার আছে ৷ আর এই অধিকার বেঁচে থাকার অধিকারের অন্তর্ভুক্ত ৷ তাই এক দোষীকে চার সপ্তাহের জন্য প্যারোলে তার স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি দিল দিল্লি হাইকোর্ট ৷ খুনের অপরাধে 41 বছর বয়সি অপরাধী যাবজ্জীবন কারাবাসে বন্দি ৷ তবে সে বাবা হতে চায় ৷ তাই তার স্ত্রীর কাছে থাকবে ৷ চিকিৎসাজনিত কয়েকটি প্রক্রিয়ায় স্ত্রীকে সাহায্য করবে ওই খুনের দায়ে সাজাপ্রাপ্ত অপরাধী ৷

বিচারপতি স্বর্ণকান্ত শর্মা বলেন, "একজন দোষীর কারাবাসে থাকলেই সে অন্য নাগরিকের থেকে কম গুরুত্বপূর্ণ হয়ে যায় না ৷ এই মামলায় দোষীর সাজা শেষ হতে হতে তার এবং তার স্ত্রীর শরীরের ঘড়িটিও বদলে যাবে ৷ আর তখন স্ত্রী গর্ভধারণ হতে চাইলেও শরীর বাধা হয়ে দাঁড়াবে ৷ কিন্তু তাদেরও সন্তানধারণের মৌলিক অধিকার আছে ৷ সেই অধিকারকে রাষ্ট্রের কারণে ছোট করা যায় না ৷

সন্তানধারণের অধিকার প্রসঙ্গে বিচারপতি তাঁর নির্দেশে জানান, "দোষী কারাবাসে রয়েছে ৷ এই কারণে সন্তানকে নিয়ে আসার প্রক্রিয়ায় দেরি করার অর্থ একজনের পিতৃত্ব-মাতৃত্বের মৌলিক অধিকার খর্ব করা ৷ বিশেষ কিছু পরিস্থিতিতে কারাবন্দি অবস্থাতেও দোষীর প্রজননের অধিকার রয়েছে ৷ তার উদাহরণ এই মামলাটি ৷" তাই আদালত কোনও দ্বিধা ছাড়াই সংবিধানের 21 নম্বর ধারায় বেঁচে থাকার অধিকার অনুযায়ী দোষীকে পেরোলে মুক্তি দিয়েছে ৷

এই মামলায়, গত 14 বছর ধরে অপরাধী জেলে বন্দি রয়েছে ৷ এই অবস্থায় সে আদালতে পেরোলে মুক্তির আবেদন জানায় ৷ এর কারণ, সে এবং তার স্ত্রী তাদের বংশধারা রক্ষার্থে পেরোলে মুক্তির আবেদন জানিয়েছে ৷ ওই দম্পতি ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণ করতে চায় ৷ পেরোলে ছাড়া পেলে দোষী এবং তার স্ত্রীর বেশকিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হবে ৷ দম্পতির বয়সের দিকটি চিন্তা করে আদালতের পর্যবেক্ষণ, দোষীর সাজা শেষ হওয়া পর্যন্ত দু'জনের শরীরের ঘড়িটি অপেক্ষা করতে পারবে না ৷ আর নিজের সন্তান পাওয়ার ইচ্ছে সবারই থাকে ৷ এই বিষয়টি প্রত্যেকের নিজস্ব পছন্দের এবং ব্যক্তিগত ৷ তাই আদালত ওই দোষী এবং তার স্ত্রীর সন্তানধারণের ইচ্ছেকে সম্মান জানায় ৷ এমতাবস্থায় আদালত ওই দোষীকে 4 সপ্তাহের জন্য পেরোলে মুক্তি দিয়েছে ৷ তবে এর জন্য ওই আবেদনকারীকে 10 হাজার টাকার ব্যক্তিগত বন্ড আদালতে জমা রাখতে হয়েছে ৷

আরও পড়ুন:

  1. স্ত্রীর বিরুদ্ধে করওয়া চৌথ না-করার অভিযোগ! নিষ্ঠুর আচরণ নয়, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের
  2. মৃত ব্যক্তির একাধিক স্ত্রী থাকলেও দিতে হবে পেনশন, রেলকে নির্দেশ আদালতের
  3. বছর শেষে ফিরে দেখা 2023 সালে সুপ্রিম কোর্টের 10 গুরুত্বপূর্ণ রায়

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details