পটনা, 22 সেপ্টেম্বর:গতকালই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল তাঁর সরকারের বর্তমান শরিক রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের মুখে (Rift in Mahagathbandhan)৷ তার কয়েক ঘণ্টার মধ্যে লালুর দলের এক শীর্ষ নেতার বিতর্কিত মন্তব্যে বিহারের মহাগঠবন্ধনের সরকারে (Mahagathbandhan government) চিড় ধরার উপক্রম তৈরি হল ৷
আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি (RJD leader Shivanand Tiwari) নীতীশকে রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি আশ্রম খোলার পরামর্শ দিয়েছেন ৷ পাশাপাশি ওই নেতা বলেছেন, 2025 সালে জেডিইউ প্রধান যেন তাঁর মুখ্যমন্ত্রীর পদ লালু-পুত্র তেজস্বী প্রসাদ যাদবকে (Tejashwi Prasad Yadav) দিয়ে দেন ৷ যদিও তার পালটা জবাব দিয়ে নীতীশের দল জানিয়েছে যে, তাদের নেতাকেই ক্ষমতার সর্বোচ্চ পদে দেখতে চান দেশবাসী (Mahagathbandhan under threat in Bihar)৷
পটনায় (Bihar political news update) আরজেডির রাজ্য কমিটির বৈঠকেই লালু বলেছিলেন যে, তাঁর সব কথা মেনে চলেন নীতীশ কুমার ৷ আর সেই বৈঠকেই শীর্ষ আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি নীতীশকে তাঁর অবসর সংক্রান্ত পরিকল্পনার পরামর্শ দেন ৷ তিনি বলেন, "দীর্ঘদিন আগে নীতীশ কুমার বলেছিলেন যে, তিনি একটি আশ্রম খুলে সেখানে রাজনৈতিক প্রশিক্ষণ দেবেন ৷ তাঁকে সেটাই মনে করিয়ে দেব যে, 2025 সালে তেজস্বীকে মুখ্যমন্ত্রী করে তিনি যেন সেই আশ্রম তৈরি করেন ৷ তার পর আমিও সেই আশ্রমে যোগ দেব এবং সেখানে রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ দেব ৷"
আরও পড়ুন:'2024-এ উপড়ে ফেলব বিজেপিকে', আত্মবিশ্বাসী লালু; শীঘ্রই নীতীশকে নিয়ে যাবেন সোনিয়ার দ্বারে
সেই বৈঠকে উপস্থিত ছিলেন লালু, তাঁর পুত্র তেজস্বী ও অন্যান্য দলীয় নেতারা ৷ যদিও আরজেডি নেতার এই মন্তব্যের পালটা জবাব দিয়ে টুইট করেছেন জনতা দল ইউনাইটেডের নেতা উপেন্দ্র কুশওয়াহা ৷ টুইটে তিনি লিখেছেন, "নীতীশ কুমারজি কোনও আশ্রম খুলছেন না ৷ হাজার হাজার দেশবাসীর প্রার্থনা তাঁর সঙ্গে রয়েছে যাঁরা চান যে নীতীশজি ক্ষমতার শীর্ষে থেকে দেশবাসীকে পরিষেবা দিন ৷ তবে আপনার প্রয়োজন হলে আপনি আশ্রম খুঁজে নিতে পারেন ৷"