নয়াদিল্লি, 8 অগস্ট:এ বার কি পালাবাদল হতে চলেছে বিহারে ? বিজেপির সঙ্গে ভাঙন ধরছে নীতিশ কুমারের জনতা দল (ইউনাইটেড)-এর (Nitish Kumar vs BJP)? সাম্প্রতিক কিছু ঘটনা সেই ইঙ্গিতই দিচ্ছে ৷
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে যাননি বিহারের মুখ্যমন্ত্রী (Rift between Nitish Kumar and BJP increased)৷ তবে বিজেপির সঙ্গে জেডিইউ-এর এই ঠান্ডা লড়াই চলছে বেশ কয়েক মাস ধরেই ৷ 17 জুলাইয়ের পর থেকে কেন্দ্রের ডাকা এই নিয়ে চতুর্থ বৈঠক এড়িয়ে গেলেন নীতীশ ৷ তাহলে কি 11 অগস্টের আগেই বিহারে এনডিএ জোটের পতন হতে চলেছে ? তাহলে কি প্রাক্তন শরিক লালু প্রসাদ যাদবের আরজেডি-র সঙ্গে জোট বেঁধেই বিহারে নতুন সরকার গঠন চলেছেন নীতীশ কুমার ? এমনই নানা প্রশ্ন ঘোরাফেরা করছে জাতীয় রাজনীতিতে (Bihar Politics)৷
সূত্রের খবর, বিজেপি সঙ্গে জোট থেকে বেরিয়ে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি, বাম ও কংগ্রেসের হাত ধরে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন নীতীশ কুমার ৷ জেডিইউ বিজেপির বিরুদ্ধে দল ভাঙার চেষ্টার অভিযোগ করেছে ৷ রবিবার নীতীশ কুমারের দল প্রকাশ্যে বিজেপিকে আক্রমণ করেছে । জেডিইউ জাতীয় সভাপতি রাজীব রঞ্জন বিজেপির নাম না করে অভিযোগ করেছেন যে, ষড়যন্ত্র করা হচ্ছে ৷ "উপযুক্ত সময়ে" ষড়যন্ত্রকারীদের "সবার সামনে তুলে ধরবেন" বলে হুমকিও দিয়েছেন তিনি ।