কর্ণাল (হরিয়ানা), 18 এপ্রিল: মঙ্গলবার ভোররাতেহরিয়ানার কর্ণাল জেলার তারাওয়াদি শহরে ঘটে এক বড়সড় দুর্ঘটনা ৷ সেখানের একটি তিনতলা রাইস মিল ধসে পড়ে। ভোর 4টের দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় রাইস মিলের শ্রমিকরা ভিতরে ঘুমোচ্ছিলেন। আর তাই তাঁরা কিছুই আগে থেকে কিছুই টের পাননি ৷ রাইস মিল ধসে পড়ায় মৃত্যু হয়েছে 4 জনের সেইসঙ্গ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন ৷ ধ্বংসস্তূপে এখনও প্রায় 25 জন শ্রমিক আটকা পড়ার খবর পাওয়া গিয়েছে ৷ ঘটনাস্থলে রয়েছে ফায়ার ব্রিগেড, পুলিশ, অ্যাম্বুলেন্স পরিষেবা ৷
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। সেই থেকেই চলছে ধ্বংসস্তূপে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার অভিযান। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কর্ণালের এসপি শশাঙ্ক সাওয়ান। তিনি জানিয়ছেন, এখনও পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ৷ রয়েছে এনডিআরএফ টিমও ৷ রাইস মিলের মালিককে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা ? সেই খবর এখনও পাওয়া যায়নি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাইস মিলটির নাম শিব শক্তি। তিনতলা এই রাইস মিলটির ভিতরে প্রায় 100 জন শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।