পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রায়পুরে 42 কোটি টাকার সোনা ও রুপো উদ্ধার করল ডিআরআই - রাজস্ব বিভাগ

ছত্তিশগড়ের রায়পুরে অভিযান চালিয়ে 42 কোটি টাকা সোনা ও রুপোর বিস্কুট ও রড বাজেয়াপ্ত করল রাজস্ব বিভাগের গোয়েন্দারা ৷ উদ্ধার হওয়া 13 কেজি সোনার বিস্কুট বিদেশ থেকে কলকাতা হয়ে রায়পুরে পাচার হচ্ছিল ৷

revenue-intelligence-directorate-raided-raipur-and-rajnandgaon-and-seized-42-crore-gold-silver-biscuits-and-rods
রায়পুরে 42 কোটি টাকার সোনা ও রুপো উদ্ধার করল ডিআরআই

By

Published : May 4, 2021, 4:12 PM IST

রায়পুর, 4 মে : ছত্তিশগড় রায়পুরে রাজস্ব বিভাগের গোয়েন্দা (ডিআরআই) ও ইন্দোরের একটি দলের যৌথ অভিযানে বড় সাফল্য ৷ রায়পুর ও রাজনন্দগাঁও-তে অভিযান চালিয়ে 42 কোটি টাকার সোনা ও রুপোর বিস্কুট এবং রড বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা ৷

জানা গিয়েছে, রায়পুরের দুই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করেছিল রাজনন্দগাঁও-এর মোহিনী জুয়েলার্স সম্পর্কে তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। সেই মতো গোয়েন্দাদের একটি দল ওই সোনার দোকানে অভিযান চালালে বিদেশ থেকে পাচার করে নিয়ে আসা সোনা ও রুপোর বিস্কুট এবং রডের একটি বড় স্টক বাজেয়াপ্ত করা হয় ৷ যার বাজার মূল্য প্রায় 42 কোটি টাকা ৷ রায়পুরের এই অভিযানে গোয়েন্দারা 13 কেজি সোনা, 4545 কিলো রুপো এবং 32 লাখ টাকা বাজেয়াপ্ত করেছে ৷ মোট 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

আরও পড়ুন : চেন্নাই বিমানবন্দরে 4.15 কেজি সোনা বাজেয়াপ্ত

এই সোনা ও রুপোগুলি বিদেশ থেকে পাচার করে নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ ডিআরআই থেকে বলা হয়েছে, রায়পুরের দু’জন লোক কলকাতা থেকে 13 কেজি সোনা নিয়ে গিয়েছিলেন রায়পুরে ৷ গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের ধরা হয় ৷ অফিসাররা ওই দু’জনকে তল্লাশি চালালেও কিছু পাওয়া যায়নি ৷ তবে তাঁদের পোশাক দেখে সন্দেহ হয় তদন্তকারীদের ৷ ভাল করে তল্লাশি চালালে দেখা যায়, পিঠে টেপ দিয়ে কিছু একটা জড়ানো ছিল ৷ আধিকারিকরা সেই টেপ খুলতেই বিদেশি চিহ্ন লাগানো সোনার বিস্কুট বেরিয়ে আসে বলে জানিয়েছেন ডিআরআই-এর আধিকারিক ৷

ABOUT THE AUTHOR

...view details