শ্রীনগর, 10 মে : এবার ভারতে চারজন পুলিৎজার পুরস্কার প্রাপকের মধ্যে একজন সানা ইরশাদ মাত্তু ৷ তিনি কাশ্মীরের চিত্রসাংবাদিক ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর আরও তিনজন সাংবাদিকের সঙ্গে তিনিও রয়েছেন ৷ সোমবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন ৷ আফগানিস্তানে নিহত সাংবাদিক দানিশ সিদ্দিকিকে 2022-এর পুলিৎজার পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে (Reuters photojournalist Sana Irshad Mattoo from Kashmir won Pulitzer Prize 2022) ৷
পুলিৎজার-এর ওয়েবসাইটে 28 বছর বয়সি সানার সম্পর্কে লেখা হয়েছে, "সানা ইরশাদ মাত্তু কাশ্মীরের চিত্রসাংবাদিক এবং ডকুমেন্টারি ফোটোগ্রাফার ৷ অভিনব সংবাদের সঙ্গে সঙ্গে তার গভীরে গিয়ে গল্প বলার ক্ষমতা রয়েছে সানার ৷" তাঁর কাজ নিয়ে লিখতে গিয়ে পুলিৎজার বোর্ড কাশ্মীরের সাম্প্রতিক অবস্থার কথা তুলে ধরে লিখেছে, "কাশ্মীরে সাধারণ মানুষের জীবনযাপন এবং সেখানকার ঝুঁকিপূর্ণ সামরিক আবহাওয়ার সুস্পষ্ট লক্ষণগুলোর মধ্যে টানাপোড়েন চলতে থাকে ৷ আর এটাই তাঁর কাজের মূল বিষয় ৷ তাঁর লেখা-ছবি বিশ্বের বহু সংবাদপত্র এবং ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ৷ সর্বোপরি, তাঁর কাজ বিভিন্ন প্রদর্শনী এবং উৎসবেও দেখানো হয়েছে ৷ বর্তমানে তিনি রয়টার্স-এ মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে কাজ করছেন ৷"